অনন্যা ফ্রেশ হয়ে নিল। আর নিজের জিনিস পত্র হাতে করে দরজার দিকে এগোতে যাবে এমন সময় অরিজিৎ বলল -
"চলে যাচ্ছেন? কোথায় যাবেন শুনি?"
অনন্যা কোনো উত্তর দিল না। অরিজিৎ এর দিকে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে চলে গেল। অরিজিৎ তাকে অনুসরণ করল না।
সন্ধ্যে ঘনিয়ে এল। তাও অনন্যার কোনো খবর নেই। অরিজিৎ এর চিন্তা হতে শুরু করল। তার কাছে তো অনন্যার ফোন নম্বরও নেই, সে তো অনন্যার বাড়ির অ্যাড্রেস ও জানেনা। কি করবে এখন সে? তার মন বলল যে অনন্যা হয়তো কফি হাউসে বসে আছে কিন্তু প্রায় কফি হাউস বন্ধ হওয়ার সময় হয়ে এসছিল। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরল। কফি হাউসে সে গিয়ে দেখে কফি হাউস বন্ধ হয়ে গেছে। সে হন্যে হয়ে খুঁজল আসে পাশে কিন্তু তাও অনন্যার দেখা পেল না। এমন সময় একটা লোক এসে তার পিঠে হাত রাখল সে ঘুরে অবাক হয়ে গেল লোকটির মুখ দেখে......