টাইমলাইন অরিজিন্স অফ টাইম মাস্টার -পর্ব -১

5 0 0
                                    

টাইমলাইন

অরিজিন্স অফ টাইম মাস্টার

মোঃ রেজাউল করিম রাকি

বিনকে বসিয়ে রেখে টাইম মাস্টার পৃথিবীতে এসে একটি স্কুলের সামনে দাঁড়ায় কিছু সময়ের মধ্যেই একটা লোক একটা বাইকে করে স্কুলের সামনে আসে লোকটা দেখতে খুবই সন্দেহজনক শরীরে সাধারণ কাপড়, আর কাঁধে একটা ব্যাগ বাইকটা স্কুলের সামনেই দাঁড় করে কাঁধের ব্যাগটা বাইকের উপর রেখেই লোকটা শিশ বাঁজাতে বাঁজাতে চলে যায় টাইম মাস্টার আশেপাশে থাকা সকল লোকজনের চোখ এড়িয়ে বাইক থেকে আস্তে করে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায় তারপর সেই ব্যাগটা নিয়ে পাঁচতলা একটা বিল্ডিং এর নিচে রেখে চলে যায় কিছু সময়ের মধ্যেই সেখানে বড়ো ধরনের একটি বোমা বিশ্বপরন হয়ে সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে পড়ে যায় এই বিশ্বপরনে আটচল্লিশজন নিহত হয়

টাইম মাস্টার আবার রবিনের কাছে ফিরে আসে তারপর রবিনকে জিজ্ঞেস করে,

--কি রবিন, তো তোমার কি অবস্থা?

--জাদুর পর্দা থেকে চোখ তুলে রবিন টাইম মাস্টারের দিকে তাকায় তারপর বলে, হুম ভালো আপনি কোথায় গিয়েছিলেন?

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 17, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

টাইমলাইন অরিজিন্স অফ টাইম মাস্টারWhere stories live. Discover now