আমরা যদি পৃথিবীটাকে একটা নাট্যমঞ্চ ধরি....

18 2 1
                                    

আমরা যদি পৃথিবীটাকে একটা নাট্যমঞ্চ ধরি তাহলে আমরা সবাই একএকটা চরিত্রে অভিনয় করছি বা পালন করছি। চরিত্র জিনিসটি দুই ভাবে প্রকাশ পায়। প্রথম যে ধরনের চরিত্রের উদাহরণ টি রয়েছে তা আমরা বিভিন্ন মাধ্যম যেমন - বই, ধর্ম এবং সমাজ থেকে জানতে পারি যে, ভালো চরিত্রের মানুষ এবং খারাপ চরিত্রের মানুষ।কিন্তু দ্বিতীয় যে ধরন টি রয়েছে তা আমি একটু অন্যভাবেই দেখি। বলা চলে যে, আমি পৃথিবীটাকে একটা উপন্যাস হিসেবে ধরি এবং এই উপন্যাসের মধ্যে হাজারো, লক্ষ, কোটি চরিত্র রয়েছে। আমরা সবাই সংযুক্ত সবার সাথে প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে।কেউ কেউ বিষয়টা ব্যক্তিত্বের দিকে নিয়ে যাবে। কিন্তু এই জিনিসটা ব্যক্তিত্বের মত না। একজন মানুষকে অপর একজন মানুষ সহজেই বলে দেয় ভালো ব্যক্তিত্বের মানুষ অথবা খারাপ ব্যক্তিত্বের মানুষ সে।কিন্তু আমরা সবাই জানি অথবা জানিনা যে আমরা কয়েকটা চরিত্র আমাদের উপর প্রয়োগ করেছি। কেউ হয়তো বা নিজের চরিত্র কখনও পরিবর্তন করেও নেই। আমি সবার কথা জানিনা,  আমি আমার কথা বলি 

আগে আমি বলে রাখি  চরিত্রগুলো কেমন হতে পারে, কেউ খুব ক্লাসিক তো কেউ আবার খুব দুরন্ত (dude type)। কেউ আবার মাঝামাঝি থাকে। কেউ আবার এই স্বভাব গুলো সবার সামনে তুলে ধরতে চায়, যদি সে চায় সবাই তাকে চিনুক। কেউ বোল্ড তো  কেউ আবার গুটিসুটি। কেউ রিস্কি তো কেউ আবার অ্যাডভেঞ্চারাস। আমাদের এইসব স্বভাব আমরা নিজেরাই আনি, না হয় জিনগত আমাদের মধ্যে থাকে। সময়ের সাথে আমরা এই স্বভাবগুলো পরিবর্তন করতে পারি আবার অনেকেই পারে না. কেউ তাদের আইকনের চরিত্রের মতো  হতে চায় অথবা কেউ কোনো চলচ্চিত্রের নায়ক না হয় খলনায়ক। যেমন আমরা জোকার চরিত্র টা কে ধরে নিতে পারি না হলে ৯০ দশকের সেই বাকের ভাই চরিত্রের মতো। আরো আনেক উদাহরন আছে। এখন আমার কথায় আসি। হাই, আমি তন্দ্রা। আমার এইসব উল্টাপাল্টা চিন্তা নিয়ে ভাবতে খুব মজাই লাগে। আমার যখন ৪ বছর  আমি তখন প্রথম স্কুলে যায় এবং আমি এতগুলো মানুষকে আমার সামনে দেখি। যাদেরকে আমার ক্লাসমেট হিসেবে সবাই আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আমি সেই প্রথম দিন সবাইকে পর্যবেক্ষণ করি, কে কি করছে না করছে। তখন আমার ভাবনায় ছিল না যে আসলে ছেলে কি হয় মেয়ে কি হয়, আমি সবাইকেই মানুষ হিসেবেই ধরেনিয়েছিলাম। কিন্তু আমার ওই ছেলেদের চরিত্রটা খুবই জোস  লাগতো।
( now I love them😆😆)  মারামারি, খেলাধুলা, দেখে মনে হয় না কোন ভয় আছে তাদের মধ্যে। তাদের মধ্যে এক্টিভিটিস অনেক ছিল। আমি বারবারি ওদের সাথে গিয়ে বসতাম কিন্তু স্যাররা আমাকে উঠিয়ে দিয়ে ওই মানুষগুলোর সাথে বসা তো যারা কি না, খাতায় ফুল আঁকা আমার জামা ধরছ কেন? আমার জামা কলম দিয়ে এঁকে দিয়েছো কেন? চুপচাপ থাকা। আমি জানিনা কেন চরিত্রগুলা আমার কাছে এতই বরিং লাগতো। কিন্তু তাদের চরিত্র কে অনুভব করার জন্য আমার তাদের সাথে মিশতে হত।এখন কিছু কিছু পাবলিক খাড়ায় যাবে বলবে যে, "তুই মেয়ে দেখতে পারো না তাহলে তুমি এসব ব্যাপারে বলতেছ কেন "

এইটুকু শুনে যে পাবলিক গুলো বলবে আমি মেয়ে দেখতে পারিনা তাহলে ওই পাবলিক গুলো সবচেয়ে বড় ঘিলু হীন ব্যক্তি। আমি মেয়ে ছেলে হিসেবে কখনো কাউকে দেখি  না, আমি মানুষ হিসেবে সবাইকে সবার ক্যারেক্টার অনুযায়ী আমি দেখছি। সবচেয়ে মজার কথা হল আমার মানুষকে কপি করতে ভালো লাগে। আমার সারাদিন মাথার মধ্যে শুধু এইগুলোই ঘুরতে  থাক তো আমি যদি ওই মানুষটা ত হতাম তাহলে কি ভাবতাম কি হতো। স্কুল থেকে বাসায় এসেই আমি আমার বিভিন্ন চরিত্র নিয়ে খেলতাম।আমি ছোটবেলায় যেখানে ছিলাম সেই বাসার নিচে ছোট একটা কলোনি ওইখানে ছোট ছোট ছেলেমেয়েরা থাকতো (বাংলা ভাষায় আমরা যাদেরকে বস্তি নামে উপাধি দিয়েছে) ।আমি ওদের সাথে খেলতে চলে যেতাম। তাদের মধ্যে কখনো কোন লিমিটেশন ছিল না। এটা করো, সেটা করো, এখানে যাও ওখানে যাওয়া যাবে না।ওদের সাথে দূরদূরান্ত হেঁটে চলে গিয়েছি ।গাছে ওঠা থেকে বিল্ডিং টপকানো, মার্বেল খেলা,আরো কতইনা খেলা নাম এখন আর মনে নেই।বড় বড় দালান কোঠার অধিকারী তাদের সাথে মিশেছে বটে,তাদেরকে নিয়ে কোন মজার কথা নেই।এই সময়টুকু বেশীদিন টিকেনি ২,৩ বছর। এই জিনিসগুলো নিজের মধ্যে অনেক মজার। অনেকগুলো ক্যারেক্টার এক্সপেরিয়েন্স করা যায়। শুধু নিজের মধ্যে ক্যারেক্টারগুলো এক্সপেরিয়েন্স করার মাধ্যমে আমার মনে হয় না সব মানুষকে বুঝা যাবে।

কিন্তু আমরা যদি নিজের মধ্যে এমন করার ট্রাই করি তাহলে বলা যায় যে কিছুটা সহজ হতে পারে মানুষকে বুঝতে। একটা মানুষ যদি নিজেকে প্রকাশ করতে চায় তাহলে তার হাঁটাচলার, কথা বলা, পোশাক-আশাক বহি যত জিনিস  আছে সব থেকে আমরা জানতে পারব।কিন্তু ওই মানুষটা প্রকাশ করতে না চাইলে আমরা বুঝব না।

কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হইলো সবাই চায় নিজের সবকিছু প্রকাশ করার জন্য।তবে আমি নিশ্চিত বলতে পারিনা সবার ব্যাপারে। কিন্তু আমার মত হয়ে গেলে সবার কাছে ভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে তোমার  চরিত্রের ব্যাপারে।  

        

               

       "  If you know this trick, you don't have to say it's hard to figure out "

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 10, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

সন্ধান Where stories live. Discover now