বৃষ্টি ও এক চিলতে হাসি

10 4 0
                                    

"বৃষ্টি ও এক চিলতে হাসি"
______________(আকিব রিফাত আলভী)
.
,
কোন এক বৃষ্টিভেজা বিকেলে হাঁটতে হাঁটতে
একলা পথচলা সাস্টের এক কিলোতে!ক্লান্ত
প্রকৃতির অবিরাম বৃষ্টিধারার ঝরঝর জলের
ফোঁটা উপচে উঠে জলের উপর!এই অবসন্ন
মনের কোনে উদাসী গান গুনগুন... পাশেই
নিদ্রিতার ঝাপসা মুখ ভেবে হই খুন...!!!
.
কেউ বুঝি এলো সামনে.... এমনি বৃষ্টি জলে
ভিজে, অচেনা এক মুখ দেখে থমকে দাড়াই
নিজে। বৃষ্টি জল গড়িয়ে পরছে তার কপাল
থেকে কপোল, দুনয়নে বইছে দুই নদী নীরব
অশ্রুজল!
.
হয়ত মেয়ে ভেবেছিল নিজেকে চালাক খুব!
বৃষ্টি ধারায় বিলাবে আজ মনের সবটা দুঃখ,
হয়তো অনেক মূল্য দিয়েই, এই দুঃখ কেনা,
তাই শত ফোঁটা বৃষ্টির মাঝেও অশ্রুটুকু যায়
চেনা...
.
থমকে দাঁড়ালাম নিজের'ই অজান্তে.. হয়তো
তারই কষ্ট বৃষ্টি হয়ে ঝরছে আজ নীল থেকে
দিগন্তে।কি বোধ আমায় আচ্ছন্ন করেছিলো
আমি নিজেও জানি না তা... না, কোন প্রেম
ভালবাসা জাগেনি মনে, কিংবা কোন উদাস
কবিতা.... শুধুই অনুভব করতে চেয়েছিলাম
কোন এক নিরব সাগরের গভীরতা।
.
মেয়ে! কে ছিলে তুমি? তোমাকে চিনতে পারি
নি! শুধু তোমার কষ্টের আদরে গড়া অশ্রুটুকু
চিনতে ভুল হয়নি! অমূল্য তোমার সেই 'অশ্রু
জল তোমায় করুক মহীয়সী....! সেই অশ্রুর
আড়ালে, নিজের জন্য জিয়িয়ে রেখো এক
চিলতে হাঁসি...!!
,

বৃষ্টি ও এক চিলতে হাসিWhere stories live. Discover now