বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু ক্রাশ হারালে ক্রাশ পাওয়া যায় না রে পাগলা ..........
কোনো এক মহান ব্যাক্তি কথা টা বলেছিলেন । হ্যাঁ আপনি নিজেই বলুন দাদা / দিদি, আপনি নিজেও তো এটাই মানেন । ভাবুন রাস্তা দিয়ে যাচ্ছেন টুক করে চোখ পড়ল একটা রমণীর রমণীয় চোখে খেলেন ক্রাশ, তাকিয়ে রইলেন কিছুক্ষন হ্যাঁ সে তাকাতেই পারেন। ক্ষনিকের সেই দৃষ্টি সর্গ সুখ দিল মনে হলো ইসস নম্বর টা যদি পেতাম কিংবা নাম , বর্তমান যুগে এই নাম অনেক কিছুই করে দেয় ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতেই পাবেন হয়তো। আর পেয়ে গেলে ষোলো কলা পূর্ণ, হ্যাঁ সে উনি পাত্তা দিল কি না দিল সেটা ব্যাপার না।
দিনে রাতে কত যে ক্রাশ খাচ্ছেন একদিন সেটা গুনতে বসবেন । তবে দুঃখ একটাই যারা খুব একটা বাড়ি থেকে বেরোন না তারা এই সুখ টা পান না । এবার বলবেন আমি বাড়ি বসে ফেসবুক ইনস্টাগ্রাম এ ক্রাশ খাই । না না ওটা ক্রাশ নয় এখন ফেক আইডির জন্য ক্রাশ এর থেকে বোকা বেশি হন। ...
এই যে দাদা/ দিদি এই যে পড়তে পড়তে হঠাৎ আজকে দেখা ক্রাশ কে নিয়ে ভাবছেন কিংবা বাসে ট্রেন এ যেতে যেতে আড়চোখে পাশের দিদি/ দাদা কে টুক করে দেখে হেসে ফেলছেন সেটা কি আপনার প্রেমিক বা প্রেমিকা জানে? খবর টা কি দিতে হবে নাকি?? চাপ নেই কিন্তু আমি বলবো না। ( আবার বলতেও পারি !! যদি একটু রিভিউ বা follow না করেন। এবার আপনি বুঝুন )। যাক গে খান খান মন ভরে কেরাস( ক্রাশ) খান । তবে ক্রাশ খেতে খেতে খাবার খেতে ভুলবেন না দয়া করে। আর এই ক্রাশ খাওয়ার কথা দয়া করে আপনার gf/ bf এর কানে তুলবেন না কারণ উনি চলে গেলে ক্রাশ বাঁচাতে আসবে না । আর সিঙ্গেল মানুষ জন শুনুন আমার এডভাইস এটা শুধু আপনার এবং আমার গোপন কথা চুপি চুপি ক্রাশ খাই আমরা ওই প্রেম টেম করে লাভ নেই একদিন হয়তো এই ক্রাশ ই টুক করে আই লাভ ইউ বলে দেবে , ততদিন অপেক্ষা করুন আর ক্রাশ খান।যাক গে অনেক জ্ঞান দিলাম চলি.. দেখি কারোর প্রতি crush খাওয়া যায় কিনা ... Bye bye ...