সময়টা ২০১৬ সাল। তখন কেবল ইন্টারমিডিয়েট ভর্তি হবার জন্য ছুটছি চোখে স্বপ্নের আনাগোনা মনের গহীনে আশার আলো পথ চলছি আর ভাবছি ২ টা বছর মন দিয়ে পড়তে হবে আমাকে তারপর বাবাকে বলব আর কাজ করবানা মায়ের সমস্ত ঔষূধ কিনব কখনো আর ঔষূধ ছাড়া থাকতে হবে না দেখতে দেখতে ২ বছর কেটে যাবে। ভাবতে ভাবতে আকস্মিক ধাক্কাতে বই গুলো মাটিতে পড়ে গেল আমি তো রেগেমেগে এই মশায় চোখে দেখতে পান না নাকি আরেকটু হলে তো ফেলে দিতেন নর্দমায় তড়িঘড়ি করে নিচু হয়ে বই গুলো তুলতে লাগল ছেলেটি দেখে আমি আর কিছু বললাম না স্যরি আসলে আমি আপনাকে খেয়াল করিনি প্লিজ কিছু মনে করবেন না আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। চাইলে আরো কিছু বলতে পারতাম বললাম না কারণ ছেলেটির চোখেমুখে আমি অপরাধবোধ দেখেছি আরো দেখেছি কি মোহনীয় তার মুখের আভা। তাকিয়েই থাকলাম কিছুক্ষণ ছেলেটি চলে যেতেই যেন ধাধা কাটল আমার। আমি আর কিছু না ভেবেই কলেজের দিকে রওনা হলাম কিছুদুর যেতেই দেখি একটা সাদা কাগজে কার যেন ছবি হাতে তুলতেই দেখলাম ওমা এতো সেই ছেলেটা তারই ভর্তিফর্ম ভাবলাম এটা ছাড়া সে তো ভর্তি হতে পারবে না ছেলেটি কি এই কলেজেই ভর্তি হবে এসব ভেবেই ফর্ম টা নিজের ব্যাগে রাখলাম ভাবলাম কখনো দেখা হলে দিয়ে দিব।