লোভ

4 0 0
                                    

"সবার শেষের বেঞ্চে বসে আছে প্রতুল। যদিও তার দৃষ্টি কয়েক বেঞ্চ আগে বসা ছেলেটার দিকে। অবশ্য ভালো করে বললে বলা যায় তার হাতে ধরা পেন্সিলের দিকে। পেন্সিলটা আজকেই নিয়ে এসেছে ছেলেটা। তার নাম সে জানে না। অবশ্য জানার ইচ্ছেও এই মুহূর্তে তার নেই। তার মূলত ওই পেন্সিলটা দরকার।

কিন্তু কোনোভাবেই বুঝতে পারলো না কিভাবে নেয়া যায়। সে কি তার মাকে বলবে কিনে দেয়ার জন্য ? কিন্তু, কালকেই সে বায়না ধরে একটা খেলনা গাড়ি কিনেছে। তার মা কি রাজি হবে ? তার চেয়ে বড় কথা তার নিজের বাসায় অনেক পেন্সিল আছে। সে কি করবে এখন ? ভাবতে থাকে আনমনে।

একসময় ঠিক করে চুরি করবে।যদিও এর আগে কখনো করে নাই ।

পরের ক্লাসে দেখা গেলো ওই ছেলেটা কি যেনো খুঁজছে অস্থিরভাবে। কেউ দেখলো না, লাস্টের বেঞ্চে বসে প্রতুলের মুখে শয়তানি হাসি।

কিন্তু প্রতুল বুঝতে পারলো না যে ওই ছেলেটি একটি পেন্সিল হারালেও প্রতুল জীবনের প্রথম চুরি করে ফেলল। চোর হয়ে গেল।"

এইটুকু পড়ে রাতুল অবাক হয়ে বসে রইলো। তার হাতে ধরা আজকে ক্লাস থেকে না বলে নিয়ে আসা সাদিকের একটা রাবার। তার হঠাৎ করে খারাপ লাগতে শুরু করলো। রাবারটা নিয়ে এসে যে ভালো লাগা কাজ করতেছিল সেটা দুর হয়ে গেলো।

সে জানে এখন তার কি করা উচিত। এবং কি করা উচিত না আর কখনো।

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 11, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

অনু গল্পWhere stories live. Discover now