one shot

6 1 0
                                    

He: নীচে নেমে এলি যে
She : সন্ধ্যা হয়ে আসছে এই সময় বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লাগে, এই তোর মল্লাটা বাজানা।
He:  মানে মলহার
She : কেনো বাংলাই তো মলহার বলে ( malhar mean: A rage used in Indian music, giver of rain) এই বাজানা
He: বাজাবো
She: হ্যাঁ বাজা
He: চোখে মুখে বৃষ্টির জলে ঝাপ্টা আসছে জানলাটা বন্ধ করে দে
She: জানলার কাঁচে কেমন বাষ্প দাঁড়া আমি জানলার কাঁচে নিজের নাম লিখে দিয়ে আসি। He:তোর নাম নয় মলহারের নাম লেখ ।
She: বৃষ্টির দিনে ভিজে জানলার বাষ্প ও ভিজে মাটির সোঁদার গন্ধ, সন্ধ্যা বেলায় ভিজে উঠোন আর ঘরে ধুপ আর চন্দনের গন্ধ , কাঁচা পেঁয়াজ আর কাঁচালঙ্কা তেল ও মুড়ির গল্প, ছোটোবেলায় ভয়ে মায়ের শাড়ির আঁচলের তলায় গুটিসুটি মেরে বসে থাকার গল্প।
He: বাঃ বেশ বললি তো
She: তুই মল্লাটা বাজানা। তার আমি তোর জন্য একটা গল্প পড়বো, জয় গোস্বামীর লেখা মল্লা যেখানে নামে
He: আমার জন্য
She: কেনো পড়তে পারিনা,
He: না মানে আমার জন্য কেউ কখনো পড়েনি তো তাই,
She : না হলে আমিই পড়ি তোর জন্য
Pov. (সে গল্প পড়া শুরু করল)। বৃষ্টির জলে ভিজে যাচ্ছে সারা পৃথিবীর বুক। পৃথিবী সবুজে রাঙা হয়ে গেছে। পৃথিবীর বুক চিরে জল গড়াচ্ছে আর ছেলেটির মুখ ভিজে যাচ্ছে বৃষ্টির জলে। সারা শরীর ভিজে স্ম্লান, তার মুখভিজে যাচ্ছে শ্রাবনের জলচ্ছ্বাসে।
He: অপূর্ব বাঃ বেশ বললি তো, তোর হাতে আধঘন্টা সময় আছে
She: কেনো সারারাত আছে কারন আমার একটু ও ঘুম আসছে না
  He : দুজনে বসে সারারাত জেগে গল্প পড়বো আর পড়া শেষ হয়ে গেলে, দুজনে বসে বসে ভিজবো 💜।

A/N ubdate: it's my first story Hope you all like it ☺️🥰

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 17 ⏰

Add this story to your Library to get notified about new parts!

বৃষ্টির সূর মলহার Where stories live. Discover now