তোমায় নিয়ে বলতে গেলে এই শব্দ ভান্ডার ফুরোবার নয়,আমার মন:পুত হবে না,বরং অনেক শব্দ বা বাক্য বাহুল্য মনে হবে। কারণ তোমায় নিয়ে বিশ্লেষণ, তোমার উপমা মন:পুত ভাবে বিস্তারিত প্রকাশ করতে চাইলেও আমি সন্তুষ্ট হতে পারবোনা এটা আমি নিশ্চিত।
তোমার তুলনা তুমি নিজে- অথচ তুমিও 'প্রিয় ভুল' !
তুমিও আমার জীবন গল্পের নিস্প্রয়োজন শব্দমালা। নিস্প্রয়োজন শব্দ গুলো সাধারণত কেটে বা ছেঁটে ফেলতে হয়, তবে তোমার জন্য তা একদমই প্রযোজ্য না !
তোমার কথা ভাবতে গেলেই মনের গহীন কোণে একটা মনকম্পন সৃষ্টি করে। তবে তুমি যে মন ছাপিয়ে মস্তিষ্কের নির্দিষ্ট স্থান দখল করে আছো এতে কোনো সন্দেহ নেই।