কেন সব কিছু থমথমে হয়ে আছে!
আজকাল বৃষ্টিও এমন লাগে কেন!
বৃষ্টি দেখলে ভয় পাই আমি। মনে হয় এই যেন আকাশের কান্না, কারো কান্নায় সামিল হচ্ছে আকাশ। ঠিক যেভাবে সেদিন আমার সাথে তাল মিলিয়ে কান্না করছিল পৃথিবী।আজও তেমন হচ্ছে। কার কান্না মিশে আছে এই বৃষ্টিতে? আমি তো এখন আর দু:খে নেই। আমি তো ভালো আছি।আমি কিছু ছাড়াই ভালো আছি। কেন ভালো আছি! তা জানার চেষ্টা করছি না। তবে আমি জানি আমি ভালো থাকব। ভালো থাকার জন্য যা যা করা লাগে আমি তাই করব। আমি সে কথা দিয়েছি নিজেকে। আমি ফিরে পেয়েছি নিজেকে।তাই হারানোর আর ইচ্ছা নেই। সব হারালেও আমি আমাকে হারাতে চাই না। কোনোদিনো না।আমাকে আমি আবারও ভালোবেসেছি। এই কি অনেক না?