দিনটি ছিলো ১৫ নভেম্বর।
আমার সাধারণত দিন তারিখ মনে থাকেনা। আজও মনে থাকতো না। কিন্তু বিশেষ এক কারণে মনে ছিল। কারণ সেদিন ছিল ফুল মুন। পাক্কা ৬৮ বছর পর নাকি আসলো অমন দিন।
তো যাই হোক...যথারীতি আমার ডেইলি রুটিনের মত জানালার দেয়ালে পিঠ দিয়ে ফোনে চ্যাটিং আর হাতে বই নিয়ে পড়ছিলাম।
একটা কথা বলে নেয়া ভালো যে, আমার সবসময় মনে হতো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আশে পাশে তাকাতাম..কিন্তু কাউকে পেতাম না। আগে এই জন্য রাতে ঘুমাতে কষ্ট হত। পরে আস্তে আস্তে মানিয়ে নিয়েছিলাম।
সেদিন সন্ধ্যায়ও এরকম হচ্ছিলো...এই বুঝি কেউ তাকিয়ে আছে আমার দিকে। পিছন থেকে মানে জানালার ওপাশ থেকে। চট করে তাকালাম। কিন্তু কেউ নেই।
আমার বাসার পাশেই একটা বিল্ডিং কন্সট্র্যাকশন এর কাজ চলছিলো। ওই বিল্ডিং এর ৮ম তলার একটা ফ্লোর মাত্র কয়দিন আগে ঢালাই দেয়া হয়। তো ওই ফ্লোর ছিলো আমার রুম থেকে একদম পাশে ।
মানে ভালো ভাবেই দেখা যেতো।সেদিন কেনো জানি মনে হলো ওই বাঁশ গুলোর আড়ালে কেউ আছে। একটু ভালো ভাবে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। একজোড়া চোখ। কেউ একজন তাকিয়ে আছে আমার দিকে। ভালোভাবে বলতে গেলে আমার চোখের দিকে!
YOU ARE READING
অতৃপ্ত আত্মা
Randomকখনো গল্প লেখিনি। লেখার কথা ভাবিওনি। কিন্তু পড়েছি প্রচুর গল্প। এটি গল্প নয়, গল্প লেখার সামান্য চেষ্টা মাত্র :) ভুল ত্রুটি ধরিয়ে দিবেন আশা করি :) ধন্যবাদ