প্রতিচ্ছবি পর্ব-৫

138 3 0
                                    

#প্রতিচ্ছবি
লেখিকা : নীলা মনি গোস্বামী

পর্ব :৫

-"হ্যাঁ। চার নম্বর ডাইনি। যজ্ঞটির জন্য চার রকম গুণ সম্পন্ন আলাদা রাশির চারটি ডাইনি লাগবে।আমাদের প্রত্যেকের জন্মগতভাবে কিছু বিশেষ শক্তি থাকে। যেমন : আমি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণ করতে পারি মানুষের মুখের কথাবার্তা । প্রতিটি জীবীত প্রানীর নিশ্বাস আমাকে শক্তি যোগায়। পাখি আর অদৃশ্য আত্নারা আমার নিত্য বন্ধু।

ইরা সমস্ত পৃথিবীকে ধারন করে। চাইলেই সে পরিবর্তন করতে পারে পুরো প্রকৃতির নিয়ম।"

এতটুকু বলে থামলো সে। তারপর আমার দিকে জ্বলজ্বলে চোখে তাকিয়ে বলল, " আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছো তুমি। দুটি বিপরীতমুখী শক্তি লুকিয়ে আছে তোমার মাঝে। এখন শুধু অপেক্ষা সেই শক্তিগুলো জেগে উঠার। আর সেই চতুর্থ ব্যাক্তির। যাকে পেলে পূর্ন হবে আমাদের চক্র। "

- কোথায় খুঁজে পাবো তাকে?

- সময় হলে নিজে থেকেই দেখা মিলবে তার। যেমটা দেখা হয়ে গেলো আমাদের তিনজনের।তবে তার আগে একটা কাজ করতে হবে তোকে।
-কী কাজ?

- চক্রে বসার আগে প্রত্যেক উইচকে যোগ্যতা অর্জন করতে হয়। আমরাও করেছি। আর এর জন্য যেতে হবে স্ট্রিগার কাছে। নিয়ে আসতে হবে সাতরঙা জাদুকরী পালক।

- স্ট্রিগা? সেটা আবার কী জিনিস?
- আশরীরী নারী আত্না। দৈত্য কন্যা। নরকের অভিশপ্ত পরিবেশে তার জন্ম। পোলিশ উপকথায় ভীষন জনপ্রিয় এই স্ট্রিগা। জনশ্রুতি আছে যেসব শিশু দুটি মাথা নিয়ে জন্মায়... কিংবা জন্মথেকেই যাদের দাঁত থাকে - ওরা স্ট্রিগার অনুচর। মৃত্যুর পর এরা পাহারা দেয় স্ট্রিগার রাজ্য। স্টিগা এদের রানী। তার কাছ থেকে তোমাকে নিয়ে আসতে হবে সেই পালক। তবে ব্যাপারটা এত সোজা নয়।পার করতে হবে নানান বাঁধা বিপত্তি। স্ট্রিগার জগত অন্ধকারাচ্ছন্ন। সেখানে ঘাপটি মেরে আছে অজানা বিপদ। স্ট্রিগার কাছে যাওয়ার পথে তোমাকে বাঁধা দিবে মৃত শিশুর আত্নারা, গিলে খেতে চাইবে বিশাল নিল রঙের রাক্ষুসে কেঁচো, পার করতে হবে অগুনের সমুদ্র। এবং সবশেষে লড়াই করে জিততে হবে তার সাথে।

প্রতিচ্ছবি  Tahanan ng mga kuwento. Tumuklas ngayon