মাঝে মাঝে পালাতে চাই
পেছনে একটা পাখা থাকলে উড়ে যেতাম
আবহমান কাল থেকে আমার পিঠে অদৃশ্য চাকু
বুকে ফোবিয়া নানারকম
তাই বন্দী থাকিকতবার যে হলুদ পাখি হতে চাইলাম
মেঘ হতে চাইলাম
নির্জন সবুজ মাঠের ঘাস ও হতে চাইলাম
দীঘির জল হতে চাইলাম
আমার কিছুই হওয়া হল না ।আমি শুধুই সেই একাকী বন্দীই রইলাম
পাতালপুরীতে পরে থাকা অকেজ ঝিনুকের মত
অথবা বৃক্ষের মত
YOU ARE READING
ঘোলা জল
Poetryআমি শুধুই সেই একাকী বন্দীই রইলাম পাতালপুরীতে পরে থাকা অকেজ ঝিনুকের মত অথবা বৃক্ষের মত