বন্ধু

43 8 11
                                    

আমি এক বন্ধু তোমার, ছোট্ট পরিচয়।
অনেক খুঁজে পেয়েছি তোমায়, তাই হারাবার ভয়!
নোই তো আমি হিরের টুকরো, নাই বা হোলাম দামি
তবু, একটু জায়গা দিয়ো মনে, রইব যেথায় আমি!

রইবে মোদের আনা গোনা রইবে কত কথা
মুছে যাবে সব স্মৃতি, তবু থাকবে মনের ব্যাথা।
হয়তো ভুলবে মুখটি আমার, ভুলবে হয়তো নাম ই
তবু, একটু জায়গা দিয়ো মনে, রইব যেথায় আমি!

নাই বা হলো কথা মোদের, নাইবা হলো দেখা
মনের মতো কাব্য দু লাইন নাইবা হলো লেখা
তা বলে কি এ বন্ধুত্তের থাকবে না কোন দাম ই?
শুধু একটু জায়গা দিয়ো মনে, রইব যেথায় আমি!

হারিয়ে যদি যাই বা, যাবো। হয়তো নিজেই পথ হারাবো
হয়তো বা খুব কাছে থেকেও শুধুই মোরা নিরব রবো
রয়ে যাবে শুধুই যেনো, কিছু সুর আর তান ই
একটু জায়গা দিয়ো মনে, রইব যেথায় আমি!

চোখের জলে যাব ভেসে, চাইবো তবু মৃদু হেসে, মনেতে সংশয়
আমি অভাগা বন্ধু তোমার, তুচ্ছ পরিচয়।
একটু জায়গা দিয়ো মনে, রইব পড়ে একটি কোনে
লোক দেখিয়ে কাঁদবো না আর, পুড়বো শুধুই মনে মনে।

না হয় আমি হারিয়ে গেলাম, স্নেহ মমতা সব হারালাম
না হয় তোমার হ্রিদ মাঝারে বাধা হয়ে নাই দাঁড়ালাম।
মুছে যাবে সব মায়ার বাঁধন, থাকবে না কোন টান ই
দিয়ো না মনে যায়গা তোমার, রইবো না আর আমি।
দেখবে তখন পিছু ফিরে, হারিয়ে গেছি আমি!
হারিয়ে গেছি আমি!
হারিয়ে গেছি আমি!

বন্ধুWhere stories live. Discover now