গভীর রাত বারান্দায় রমণী

143 1 0
                                    

গভীর রাত, 
চুপ করে বসে আছে পথিক।  বারান্দায় ১ টা টুল,  বাহিরে ঝরছে অঝোর বৃষ্টি।  হালকা এসে লাগছে পথিকের গায়ে,  এ যেন এক পরম শান্তির ক্ষণ।  হাতে ঘরম চা,  পথিক চা প্রিয় মানুষ,  তীব্র গরমেও চা চাই তার।  আর এখন তো বর্ষা। 

হাতে চা নিয়ে টুল এদিক ওদিক করে,  দেয়ালে হেলান দিয়ে বসেছে  ।   তার আজ বৃষ্টি দেখতে ইচ্ছা হচ্ছে অনেক বহুদিন পর সে বসেছে বৃষ্টিধারায় মন মিলাবে বলে।

কিছুক্ষণ চুপ করে তাকিয়ে আছে পাশের বিল্ডিং এ ১৮-১৯ এর রমণী দিব্বি তার প্রেমিকের সাথে প্রেম আলাপ করছে।  এ দিকে পথিক রাত পার করার একটা পন্থা পেয়ে গেছে। চুপ করে শুনছে  রমণী বলছে কি? 

আজব দুনিয়া আগে গভীর রাতে চোর পাহারা দিতো প্রহরী হাতে হারিকেন নিয়ে আর এখন প্রেম আলাপ চলে গভীর রজনীতে। পথিক রমণীর কথা শুনছে আর নিজের মত করে উত্তর বানিয়ে নিচ্ছে। 

রমণী : কি করছো এত রাতে। 
পথিক : এই ধর বারান্দায় বসে মজা নিচ্ছি।

রমণী : রাতে খেয়েছ? 
পথিক : য়ুহু।  ঠিক খেয়ে উঠতে পারিনি।

রমণী : বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে।  ভিজবে?
পথিক : না ভাই,  এই এ্যাজমা রোগীর জন্য বৃষ্টিস্নান নেহাত বিলাসীতা।

রমণী : রাতে ঘুম হয়?
পথিক : হওয়ার ছিল এখর চা এর উপর ব্যস্ত আছি আহহহহা চা টা ঠান্ডা হয়ে যাচ্ছে ।  অবশ্য কবি বলেছে চা ঠান্ডা করে খাওয়া ভালো।

রমনী : কে সে তোমার কবি?
পথিক : ও বলো না আর মহা পেচাঁনো পাবলিক কি কি আবল তাবল বলে নাম রেখেছে কুয়াশা।

রমণী : যেমন আজব তুমি তেমন তোমার কবি।
পথিক : কবি কে তুচ্ছ করো না । 

এভাবে চলছে পথিকের নিজের মত উত্তর দেয়া।  এক পর্যায়ে মনে পড়লো এই ঝুম বৃষ্টিপাত এ হালকা গান গেলে কেমন হয়।  লা জাবাব হয় নিশ্চিত।  পথিক আবার মর্ডান হয়েছে ইদানিং কানে হেডফোন লাগিয়ে ব্যান্ড মিউজিক শুনে। শুরু করল আর্টসেল এর এই বিদায়ে গান টি।

"তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে"

এই শুনে সেই বসে থাকা রমণী তার প্রেমিকের সাথে ফোনালাপ বন্ধ করে এক মনে বসে শুনছে গান টি।  পথিকের গলা চরম খারাপ,  বৃষ্টির শব্দে তার খারাপ গলাও ভালো লাগতে শুরু করলো রমণীর কাছে । 

গান গাওয়া শেষ,  পাশের থেকে আওয়াজ আসলো মধূর কন্ঠে রমণী বলে উঠল আর একটি গান হবে? 

হচকঁচিয়ে গেল পথিক,  আকাশ ভেঙে পড়তে পড়তে থেমে গেল,  ট্রাফিক জ্যাম ইয়ু নো।  ইদানীং মেট্রোরেলের কারনে এত হারে ট্রাফিকজ্যাম শুরু হয়েছে যে রাত দিন ২৪ ঘন্টা খালি জ্যাম টাই ঘুরে। 

পথিক নিজেকে সামলিয়ে অর্থহীন এর এপিটাফ গান টি শুরু করলো,  বৃষ্টি মনে হয় আজ তার সবটুকু দিয়ে দিবে।  এদিকে রমণী ত ভুলেই গেলে তার প্রেমিক এর কথা। 

এপিটাফ গানটি শেষ।  পথিক বলল

পথিক : আমার গলা তো কাকের মত আপনি লজ্জা দিচ্ছেন কেন শুনে।
রমণী : গলা যাই হোক শুনতে খারাপ তো লাগছে না।
পথিক : আচ্চাহ,  বৃষ্টিতে প্রেম আলাপ কেমন চলছে।
রমণী : মানে কি এতক্ষণ শুনছিলেন নাকি বসে বসে প্রেম আলাপ?

পথিক : আসলে তা না অতি উৎসাহের কারনে শুনতে হচ্ছিল আর কি। 
রমণী : আপনার শাস্তি হওয়া উচিত।

পথিক : ইয়ে মানে কি শাস্তি?
রমণী : প্রতিদিন রাতে আমায় গান শুনাতে হবে।

পথিক : ইসসস এত অপমান একদিনে করবেন না আপু।  মানুষ বলে কথা এত অপমান নিতে পারবো না । 

রমণী : ফিল্মি ডায়লগ বন্ধ করেন  আমি যা বলছি তাই হবে।

You've reached the end of published parts.

⏰ Last updated: May 05, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

ছন্দহীন পথিক - Chanda Hin PothikWhere stories live. Discover now