অতঃপর?

391 14 18
                                    


"আই এ্যাম সো স্যরি জান, ইউ নো না, আই লাভ ইউ সো মাচ....."
(ফ্লাইং কিস দেয়া স্টিকার)

"আই নো ময়না পাখি, আই লাভ ইউ ঠু...."
(উড়ন্ত লাভওয়ালা স্টিকার)

"বাট আমার আম্মুকে তো আর আমি মরতে দিতে পারিনা বলো।"

"হুম"

(চোখ দিয়ে অনর্গল পানি পড়ার স্টিকার)
"আম্মু বলসে, আমি যদি ওই ছেলেকে বিয়ে না করি, তাহলে সুইসাইড করবে, আমি কি করতে পারি বল।"
(আরেকটা চোখ দিয়ে অনর্গল পানি পড়ার স্টিকার)
(আরেকটা)
(আরেকটা)
(আরেকটা)

"কিন্তু তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার কি হবে ময়না পাখি? আমি যে মরে যাব"
(মরে ভুত বের হওয়ার স্টিকার)

"আমিও কি বেঁচে থাকবো বল? আমি কি করতে পারি, তুমি ই বলো"
(মাথা বাড়ায়ে দেয়াল ফাটিয়ে ফেলা স্টিকার)

"শেষ পর্যন্ত এই ছিল আমাদের ভালবাসার পরিণতি! তুমি আমাকে ঠকালে ময়না পাখি! এটা তুমি ঠিক করলেনা"
(আবার চোখ দিয়ে অনর্গল পানি পড়ার স্টিকার)

"প্লীজ আমাকে ক্ষমা করে দাও, আমার আম্মু কে তো আমি ভালবাসি"
(হার্টব্রোকেন স্টিকার)

"তা তোমার বিয়েটা মানে আমার মৃত্যুদিনটা কবে?"

(আঁতকে ওঠা স্টিকার)
"কি বলো এগুলা? এমন কথা মুখেও আনবেনা তুমি!"

"তুমি আমার জীবন থেকে যেদিন হারিয়ে যাবা সেদিন ই আমার মরণ হবে, এ তো জানা কথা..... থাক আমার জন্য তোমাকে আর কষ্ট পেতে হবেনা..... তুমি সুখে থেকো!"

"জান, আম্মু ডাকছে, আমাকে নিয়ে শপিং এ যাবে, হুট করে বিয়ে তো"
"তুমিও ভাল থেকো, নিজের খেয়াল রেখো, আর পারলে আমাকে মাফ করে দিও"
(নরমাল গুড বাই স্টিকার)
(চোখ দিয়ে পানি পড়া গুড বাই স্টিকার)

হ্যান্ডসাম বয় নিলয় কে আনফ্রেন্ড করে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলল আরশী। যাক, লাস্ট ফেক রিলেশনটাও ভালোভাবেই শেষ হলো। এতদিন বহু ছেলের সাথে বিভিন্ন মেয়াদের রিলেশন করেছে সে। তবে কোনটাই ছয়-সাত মাসের বেশি না। এটা লাস্ট এজন্য যে, ওর বিয়ের কথা চলছে। ছেলেটার বাবার টাকা পয়সা ফার্স্ট ক্লাস! সো, এবার রাজ্যসহ রাজপুত্র পেয়ে এসব ভালোবাসার নাটকের সমাপ্তি টানবে।

ছোট গল্প ও অণুগল্পWhere stories live. Discover now