#diary#1

645 12 0
                                    

Writer : Syeda Raisha Abedin Ohona

Part - 1

সকাল ১১:৩০,

সুপ্তি - কতক্ষন ধরে ওয়েট করতেসি আর অহোর কোন খবরই নাই,,,,,, ও ওলয়েজ লেট না করলে মনে হয় ওর পেটের ভাত হযম হয় না,,,,,, লেট করার পুরানো অভ্যাস মনে হয় ওর এখনও যায় নি ,,,,, বাই দা ওয়ে ওরে ফোন দিয়ে দেখ তো কোথায় আর এত টাইম কেন লাগতেসে।

আজমেরি - আরে বাবা এত চিল্লাইতেছিস কেন?
ওয়েট কর আসবে আর এত টেনশন করা লাগবে না আফটার অল এতদিন পর দেখা হচ্ছে,,,,, এতদিনের ফ্রেন্ডশিপ সেই স্কুল থেকে আর ও ও আমাদের সাথে মিট করার ট্রাই করতেসিল বাট কারও না কারও ব্যস্ততার জন্য দেখা করতে পারতেসিল না আর আজকে সবাই একসাথে ও আসবে না এটা হতেই পারে না সো ওয়েট কর ও আসবে,,,,,,,, জাস্ট চিল বেবি।।।

ঊর্মি - আরে ও অহনার টেনশন করতেসে না হয়ত অন্য কোন রিজন আছে। বাই দা ওয়ে আজকে কি অহনার পক্ষ থেকে কি কোন ট্রিট দাওয়ার কথা ছিল নাকি? কারন তোকে ট্রিট ছাড়া অন্য কোন কারনে এত টেন্সড কখনো দেখি নাই |

আজমেরি - হাহাহাহাহাহহাহাহা

সুপ্তি - এই তোরা চুপ করবি,,,,, আমি কোন ট্রিটের জন্য টেনশন করতেসি না আমি আজকে অহোকে সারপ্রাইজ দিব তাই।

ঊর্মি আর আজমেরি একসাথে বলে উঠল "কিইইইইইইইইইইই"?

সুপ্তি - এত অবাক হওয়ার কি আছে?

টিনা - দোস্ত ইউ মাস্ট বি জোকিং রাইট?

সুপ্তি - গাইজ তোরা এত অড সাউন্ড করতেসিস কেন? আই এম সিরিয়াস,,,,,,,,,, সত্যি আমি সারপ্রাইজ দিব।

আজমেরি - দোস্ত তর কি শরীর খারাপ?

টিনা - আমার মনে হয় ও পাবনার পাগলাগারদ থেকে আসছে,, কারন লাস্ট উইক ওর গ্রামের বাড়ি পাবনা গিয়েছিল মনে হয় এবার পুরাপুরি পাগল হয়ে আসছে।

ঊর্মি - আমারও তাই মনে হয়,,, কারন যেই মেয়ে আজ পর্যন্ত আমাদের একটা চকলেট খাওয়ায় নাই সে নাকি আজকে সারপ্রাইজ দিবে,,, এটা শুনেই তো আমি সকড,,,, অহো শুনলে তো হার্ট অ্যাটাক করবে,,,,,,

আজমেরি - বাই দা ওয়ে তুই সারপ্রাইজ দিবি ভাল কথা বাট তুই পুরান ঢাকা কেন আসলি? এই পুরান ঢাকায় এমন কি সারপ্রাইজ দিবি শুনি?

ডায়রি Where stories live. Discover now