#diary#20

54 1 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 20

( বলেই অহনা চলে যায় ফ্রেশ হতে অহনা ফেশ হয়ে এসে সবাই ডিনার করে ঘুমিয়ে যায় আর আবিরদের বাসায়ও সবাই ঘুমিয়ে পরে কিন্তু আবির ঘুমায় না আজকের ঘটে যাওয়া কাহিনি ভাবতে থাকে,,, সবকিছু যেন আবিরের মাথার উপর দিয়ে যাচ্ছিলো,,,,, এসব ভাবতে ভাবতে আবির একবার রুমে একবার বারান্দায় পাইচারি করতে থাকে অবশেষে বারান্দার ইজি চেয়ারে বসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পরে,,,,,,,,,,এদিকে রাফি সকালে ঘুম দিয়ে উঠে দেখে আবির বারান্দার ইজি চেয়ারে বসে আছে,,,,,,, আবিরকে কিছুটা চিন্তিতও লাগছিলো তাই রাফি গিয়ে আবিরের কাধে হাত দেয়,,,,,,)

রাফি - দোস্ত আর ইউ ওকে?

আবির - ইয়া,,,,

রাফি - মিথ্যা বলিস কেন? কি হইসে বল।

আবির - কিছুই হয় নি,,,, আচ্ছা শুন আজকে আমি অফিসে যাবো না তুই যা,,,,, আর তেমন কিছু ইম্পর্টেন্ট থাকলে বলিস।

রাফি - তুই অফিসে যাবি না কেন?

আবির - আসলে মাথা ব্যাথা করছিলো তাই যাব না তুই যা,,,, আর কোন ইম্পরট্যান্ট কাজ হলে বলিস,,,

রাফি - ওকে ডুড,,,, আমি যাই আর তুই তোর খেয়াল রাখিস।

আবির - ওকে,,,,,

( বলেই রাফি অফিসে চলে যায় আর রাফি অফিসে যাওয়ার সময় আজমেরির সাথে দেখা হয়)

রাফি - আজমেরি!

আজমেরি - হুম বলেন?

রাফি - তুমি কি এ.আর কোম্পানিতে জব এপ্লাই করেছিলে?

আজমেরি - হুম,,, কিন্তু আপনি কি করে জানেন?

রাফি - আসলে এ.আর কোম্পানি আবিরদের,,,, আর আমি আবিরেরই পি.এ আর তোমার সিভি আমিইই দেখেছিলাম,,,,,

আজমেরি - ওওও তাই নাকি?

রাফি - হ্যাঁ

আজমেরি - তো আমার জবটা নাকি ফাইনাল হয়েছে শুনলাম ?

রাফি - অবশ্যই ফাইনাল হয়েছে ,,,,,, আর আরেকটা কথা অফিসে কেও যেন না জানে যে তুমি আমাদের পরিচিত নাহলে অফিসের আদার এম্পলয়িরা ভাববে যে তুমি আমাদের পরিচিত বলে তুমি স্পেশাল ট্রিট পাও,,,, ইউ নো মানুষের মন মানুসিকতা,,, তাই আর কি,,,,,

ডায়রি Tahanan ng mga kuwento. Tumuklas ngayon