#diary#33

35 0 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 33

(এসব বলেই অহনা তার সানগ্লাসটি পরে গাড়িতে গিয়ে বসে আর অফিসে যায় গিয়ে কিছু কাজ শেষ করে বাসায় চলে আসে,,,,,,বাসায় আসার পরেই অহনার সাথে আজমেরির সাথে দেখা হয়)

আজমেরি - কিরে কোথায় গিয়েছিলি?

অহনা - অফিসে কিছু কাজে,,,,

আজমেরি - ও,,,,

(তারপর অহনা এসে ড্রয়িংরুমে এসে বসলে তখনই বাসায় সাহিল আসে,,,, সাহিল এসেই আর অন্য কোন রুমে না গিয়ে সামিরার রুমে যায়,,,, সামিরার রুমে গিয়েই সামিরাকে ওই অবস্থায় দেখে সাহিল সামিরা বলে জোরে চিৎকার দেয় আর এদিকে অহনা নিচে ড্রয়িংরুমে বসেই সাহিলের আওয়াজ শুনেই সামিরার রুমের দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে তিন্নিকে ডাকে)

অহনা - তিন্নি!

তিন্নি - জ্বী আপু?

(তিন্নি আসলে অহনা গম্ভীরভাব নিয়ে তিন্নিকে কি হয়েছে দেখতে বলে)

অহনা - দেখ তো সাহিল কেন চিল্লাচ্ছে?

তিন্নি - জ্বী আপু,,,,,

(এদিকে সাহিল সামিরার রুমে গিয়ে সামিরাকে জাগানোর চেস্টা করে সামিরা না উঠলে সাহিল আবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে পরে সাহিলের চিৎকার শুনে বাসার সবাই সামিরার রুমে যায় আর অহনাও যায়,,,, অহনা রুমে এসে দেখে যে সাহিল সামিরাকে সেন্সলেসভেবে বারবার জাগানোর চেস্টা করতেছে,,,,,,)

অহনা - কি হয়েছে সামিরার?

(অহনার কথায় সাহিল অহনার দিকে তাকায়)

সাহিল - জানি না রুমে এসেই দেখি যে এই অবস্থায় পরে আছে,,,,,,

অহনা - এইভাবে সময় নস্ট না করে আমার মনে হয় ওকে হসপিটাল নিয়ে যাওয়া উচিত,,,,,

টিনা - হুম,,,,,,অহনা ঠিক বলতেছে,,,,,,সাহিল ভাই সামিরাকে এখন হসপিটাল নিয়ে যাওয়া উচিত,,,,,

(তারপর আর কেউ সময় নস্ট না করে সামিরাকে হসপিটাল নিয়ে যায় আর ডাক্তার সামিরাকে দেখে হতাশ হয়ে বাহিরে আসে,,,,ডাক্তারকে হতাশ দেখে সাহিল ডাক্তারের কাছে যায়)

ডায়রি Opowieści tętniące życiem. Odkryj je teraz