Writer : syeda raisha abedin ohonaPart - 45
(অহনার মুখে খুনি শব্দটি শুনে যেন আবির থমকে যায় আর অহনাকে দুই হাত দিয়ে যে বাহু ধরে ছিলো তাও ছেড়ে দেয়,,,,, আর এদিকে অহনা নিরবে মাথা নিচু করে চোখ থেকে কয়েক ফোটা নোনা জল ফেলে দেয়,,,,,,এদিকে অহনার কথা আবির কিছুই বুঝতে পারে না তাই আবির অহনাকে আবার সেই কথার মানে জিজ্ঞেস করে)
আবির - খুনি মানে কি অহনা? তু,,,,তু,,,,তুমি কাকে খুন করেছো?
অহনা - সামিয়াকে,,,,,,
আবির - কিইইইইই!
অহনা - হ্যাঁ,,,,,, আপনারা এতোদিন যেই সামিরার মৃত্যুকে একটা নরমাল এক্সিডেন্ট ভাবছিলেন আসলে সেটা কোন এক্সিডেন্ট ছিলো না,,,, মার্ডার ছিলো যেটা আমি করি,,,,,,
আবির - অহনা তুমি কি বলতেছো এসব? আমার মাথায় কিছুই আসতেসে না,,,,তুমি একটু ক্লিয়ারলি বলবে?
অহনা - আসলে আপনি তো জানেন এই যে আমার আব্বুর মৃত্যু আর সারার এক্সিডেন্ট কোন এক্সিডেন্ট ছিলো না সেটা ছিলো মার্ডার যা সাহিল করে,,,,, কিন্তু এসবের পিছনে শুধু সাহিল ছিলো না সামিরাও ছিলো,,,,,
আবির - হ্যাঁ,,,,,
অহনা - তো যখন আমি জানতে পারি যে আমার আব্বুকে মারার পিছনে ওদের দুইজনের হাত ছিলো তাই আমি প্লান করি যে সামিরাকে মেরে প্রতিশোধ নিবো কারন ওই প্রজেক্টের সময় শুধু সাহিলকে টার্গেট করা হয় সামিরাকে না কিন্তু সামিরা লুকিয়ে সাহিলকে হেল্প করে তাই আমি তখন যদি বিনা পারমিশনে সাহিলকে মারতাম তাহলে সেটা আমার প্রজেক্ট রুলসের বাহিরে হতো,,,,, তাই আমি সামিরাকে মারি আর এমন ভাবে মারি যেন কোন প্রুভও না থাকে কারন ওই প্রজেক্টে সামিরা ইনভলভ ছিলো না তাই আমি সামিরকে প্রকাশ্যে মারলে সেটা আরও উল্টো পরিস্থিতির তৈরি করতো তাই আমি সব লুকিয়ে করি,,,, কারন আমার আব্বুকে মেরেছে আর সারার এক্সিডেন্ট তো সামিরা নিজের হাতে করেছিলো,,,,, তাই ওর উপর আমার রাগ কন্ট্রোল করতে না পেরে আমি প্রতিশোধ নিতে সামিরাকে মেরে ফেলি,,,,,,,
(এরপর অহনা সামিরাকে কিভাবে মারে তা সব বলে,,,,, এসব শুনে আবির মুর্তির মত দারিয়ে থাকে,,,,,এদিকে অহনা তার কথা শেষ করেই পিছনে ঘুরে আবিরের দিকে তাকায়)