#diary#52

84 0 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 52

(তারপর অহনা আর আবির দুইজনেই নিচে আবার ফাংশনে চলে আসে,,,,,,,,,,এরপর মেহেদীর ফাংশন শেষ হওয়ার পরে,,,,,,সবাই ক্লান্ত হয়ে পরে আর রাতে সবাই একসাথে ছাদে বসে আড্ডা দিতে থাকে,,,,,, )

অহনা - আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখন ছাদে বসে আড্ডা দিতে হবে কেন? এমনিতেই সবাই টায়ার্ড ইভেন আমিও আর আমার অনেক ঘুমও পাচ্ছে,,, এমনিতেও কালকে রাতে আমার ভালো ঘুম হয় নি,,,,,

সুপ্তি - আজব পরশু তোর বিয়ে আর একটাদিন তুই আমাদের সাথে আছিস তো লাস্টবারের মতো মন ভরে আড্ডা দিতে দে,,,,,

অহনা - কেন বিয়ের পরে কি আমার তোদের সাথে দেখা করা নিষেধ নাকি যে লাস্টবারের মতো বলছিস,,,,

সুপ্তি - আই মিন টু সে ব্যাচেলর লাইফ,,,,,

অহনা - হাহাহা,,,,,

ঊর্মি - এক সেকেন্ড,,,,

টিনা - কেন?

ঊর্মি - আরে তুই না অহো,,,,

অহনা - কি?

ঊর্মি - তুই কি বললি?

অহনা - কই কি বললাম?

ঊর্মি - কালকে রাতে ঘুম হয় নি বললি,,,,

অহনা - আরে হ্যাঁ,,,, কাল রাতে ভালো ঘুম হয় নি,,,,

আজমেরি - কিন্তু কেন?

অহনা - আরে বলিস না কাল রাতে আবির আমার রুমে আসছিলো আর তখন তার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে যায় তাই,,, (অন্যমনস্ক হয়ে বলে)

সুপ্তি - কিইইইইই!

ঊর্মি - কাল রাতে আবির তোর রুমে আসছিলো?

অহনা - হ্যাঁ,,,,,

(অহনা আর কিছু বলতে পারে না কারন অহনার মনে পরে যে অহনা অন্যমনস্ক হয়ে এসব বলে দিয়েছে আর এখন আর একটা কথা বললেই সবাই এই কথা নিয়ে আবার উল্টো পাল্টা বলতে শুরু করবে তাই,,,, অহনা কথা ঘুরানোর চেস্টা করে)

অহনা - আরে না আসলে আমি বলতে চাচ্ছিলাম যে কাল হলুদের ফাংশন গিয়েছে না তো ওই ফংশনের পর অনেক টায়ার্ড ছিলাম আর অনেক মাথা ব্যাথাও করছিলো তাই ঘুম আসছিলো না আর কি,,,,,

ডায়রি Where stories live. Discover now