#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 59
(বলেই ইন্দ্রনীল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করে)
ইন্দ্রনীল - সব কিছু বলার আগে একটা কথা বলে নেই যেটা হয়তো তোরা জানিস না,,,,
অহনা - কি?
ইন্দ্রনীল - ফারিয়াল মেন্টালি এমব্যালেন্স মানে ওর মানসিকভাবে কিছু সমস্যা আছে অর্থাৎ ও কোন কিছু চাইলে সেটা পেতেই হবে আর যদি ও সেটা না পায় তাহলে পাগলামি করে,,,,,,,,, আর ওর এসব পাগলামি কাজে সাহিলও ওকে সায় দেয়,,,,, আসলে একমাত্র বোন বলে কোন আবদার অপূর্ণ রাখে না আর সেটা ভালো আবদার হোক বা খারাপ কিছুই বলে না বলা মাত্রই পূর্ণ করে দেয় ,,,,,, যার জন্য ফারিয়াল যাই আবদারই করুক না কেন সাহিল কিছুই বলে না,,,, উল্টো হেল্প করে,,,,
উর্মি - এক সেকেন্ড তার মানে বলতে চাচ্ছিস,,,,,, ফারিয়ার পাগল?
ইন্দ্রনীল - আসলে পাগল বলা যায়না আবার বলাও যায় কারণ ও যখন নরমাল থাকে তখন ওকে দেখলে কেউ বলবে না যে পাগল মানে পাগলামি করতে পারে কিন্তু যখন পাগলামী করবে তখন তোরা সত্যি ভয় পেয়ে যাবি মানে দেখলেই বোঝা যাবে যে কোন প্রবলেম আছে,,,,,,,
অহনা - ও এখন আমি বুঝতে পারছি,,,,,, তার মানে কাল রাতে ও এসবেরই ওষুধ নিচ্ছিলো,,,,,
আজমেরী - মানে কি বলতে চাস? কিসের ওষুধ?
অহনা - আসলে কাল রাতে আমি আমার রুমে যাওয়ার সময় দেখেছিলাম যে ফারিয়াল কিছু ওষুধ খাচ্ছিলো এবং খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়েছে,,,,,
ইন্দ্রনীল - হ্যাঁ ওর এসব মেন্টালি প্রবলেম এর জন্য ওষুধ গুলো নিয়ে থাকে তবে এখন হয়তো প্রবলেমটা কমে গিয়েছে আমি সিউর জানি না কিন্তু এখনো যেহেতু মেডেসিন নেয় তাহলে এখনও ওর এসব প্রব্লেম আছে হয়তো,,,,,,, কিন্তু আমি বুঝিনা একজন মেন্টালি এমব্যালেন্স মানুষ কিভাবে আর্মিতে জয়েন করতে পেরেছে ,,,,, হয়তো মেডিক্যাল সার্টিফিকেট না দেখেই আর্মিতে নিয়ে নেয় ,,,,,, কারন ফারিয়ালের আগে সাহিল আর্মি জয়েন করে হয়তো ভাই হিসেবে ফারিয়াল ওর রেফারেন্স নিয়ে জয়েন করেছে,,,,,,