#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 76
(অহনা আবিরের দিকে তাকিয়ে হাল্কা হেসে মনে মনে এই কথাটি বলে আবার ঘুমিয়ে পড়ে,,,,, এদিকে পরেরদিন সকালে আবির ঘুম থেকে উঠে দেখে রুমে অহনা নেই,,,,, এমনকি সোফাও পরিপাটি করে গোছানো,,,,,,,, এদিকে রুমে অহনাকে না পেয়ে আবির রুমের বাহিরে আসলেই দেখে যে অহনা আর আয়াত ডাইনিং টেবিলে বসে কথা বলছে আর হাসতেছে,,,, এদিকে অনেকদিন পর অহনাকে হাসতে দেখে আবিরও নিজের অজান্তেই হেসে দেয় আর বলে)
আবির - আগে আমি ঘুম দিয়ে উঠে যেতাম আর মেডাম ঘুমাতেই থাকতেন আর এখন আমার আগেই ঘুম দিয়ে উঠে যায়,,,
(আবির অনেক আস্তেই কথাটি বলে বিধায় কেউ শুনতে পায় না,,,,, এদিকে রুমের বাহিরে আবিরকে দেখে আবিরের আম্মু বলে)
আবিরের আম্মু - আবির একি অবস্থা,,,,,
(আবিরের আম্মুর কথায় অহনা আর আয়াত পাশে তাকাতেই দেখে যে আবির দাড়িয়ে আর আবির তার আম্মুকে বলে)
আবির - কি হয়েছে আম্মু?
আবিরের - কয়টা বাজে খেয়াল আছে? আর এখনও ফ্রেশ না হয়ে দাড়িয়ে আছিস কেন? আগে তো কখনো ফ্রেশ না হয়ে রুমের বাহিরে আসতি না এখন কি হলো?
(আবির তার আম্মুর কথায় কিছুটা বোকা হয়ে যায় আর মাথা চুলকাতে চুলকাতে বলে)
আবির - আসলে আম্মু,,,,
আবিরের আম্মু - আসলে কি?
আবির - আসলে,,, চ,,চা,,,,,,চা! চাইতে এসেছিলাম,,, আজকে রুমে চা পাঠাও নি কেন? জানোই তো সকাল সকাল চা খাই আমি,,,,
আবিরের আম্মু - ওহ আসলে আজ তোর খালামনি আসবে আর তাই কাজে ব্যস্ত ছিলাম বলে মনে ছিলো না,,, এখনই পাঠাচ্ছি তুই রুমে যা,,,,
আবির - হুম,,,,
(বলেই আবিরের আম্মু চলে যায় আর আবির বলে)
আবির - যাক বাবা বাচা গেলো,,, নাহলে আম্মুকে কি বলতাম? যে অহনা খুজতে বের হয়েছি,,,,
(এদিকে পাশ দিয়ে জুবিয়া বলে)
জুবিয়া - চা তো স্রেফ বাহানা থা অহনা ভাবী কো দেখনে কা,,,,, রাইট ভাই?