জানালা বন্ধ, তবে তীব্র বাতাসের শাঁ শাঁ শব্দ আসছে। এদিকে আমার মোমের আগুন লাফিয়ে লাফিয়ে কী যেন জানান দিচ্ছে।
কিন্তু মোমের ভাষা আমার জানা নেই। তাই আমার কথা গুলোর মতন মোমের কথাও অব্যক্ত। একটু পরই বুঝলাম অনেকটা সময় চলে গেছে, ঝড় এসেছে ঠিকই, কিন্তু আগে যে ভয়টা পেতাম, সেটা এ বছর নেই। কিন্তু ভয়টা গেল কোথায়? নাকি ট্রান্সফার হয়ে অন্য কোথাও যোগ দিল, হতে পারে।
আগে হাসতে ভয় পেতাম না, কোন দায়িত্ব পালনের ভয় অথবা কে কী ভাববে সে ভয়, না না পেতাম না।
রাতের এই বজ্রপাতের শব্দ আগে যেভাবে ভয় দেখাত,এখনো দেখায় আরও তীব্রভাবে। তবে বজ্রপাত হয়ে নয়, মনুষ্যরূপে। 😑
প্রত্যেক মানুষ এক একটা বজ্রপাত ধারণ করে,তারপর শুভাকাঙ্ক্ষী সাজে😇। বজ্রপাত তো আলোর দ্রুতি হয়ে আগাম সতর্কসংকেত পাঠাই,মানুষেরা তাও পাঠাতে নারাজ😥🤐
YOU ARE READING
না বলা ভয়ের কথা
Short Storyসময় যতই খারাপ হোক না কেন তার মধ্যে ভালো ব্যাপারটা খুঁজে নিতে হয় খারাপ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়,না বলা ভয়ের কথা !!! eirokom e ekta motivational short story