#diary#80

38 1 0
                                    

#diary

Writer : syeda raisha abedin ohona

Part - 80

(আবির আর কিছু না বলে প্রতিউত্তরে মুচকি হাসি দেয় আর ঘুমাতে চলে যায় দুইজনেই,,,,, এইভাবেই খুনসুটি রাগ ঝগড়ায় কেটে যায় আরো এক মাস,,,,,, দেখতে দেখতে আবিরের প্রতি অহনার সব রাগ কমে যায় আর প্রজেক্ট হ্যান্ডওভারের সময়ও চলে আসে,,,,, আর ঊর্মিও কাজ শেষে দেশে এসে পড়ে,,,,,,,তো একদিন বিকেলে অহনা বাসায় বসেই প্রজেক্টের কিছু কাজ শেষ করছিলো আর তখনই বাসার কলিংবেল বেজে উঠে আর আবিরের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখে যে ঊর্মি)

আবিরের আম্মু - আরে ঊর্মি কেমন আছো?

ঊর্মি - এইতো আন্টি ভালো আপনি কেমন আছেন?

আবিরের আম্মু - এইতো ভালো,,,, এসো ভিতরে এসে বসো,,,,

(এরপর ঊর্মি ভিতরে এসে বসলে আবিরের আম্মু বলে)

আবিরের আম্মু - তো এতোদিন কোথায় ছিলে?

ঊর্মি - আসলে আন্টি আমি কাজের জন্য দেশের বাহিরে ছিলাম,,,, গতকালই এলাম,,,,, আর দেশে এসেই সবার প্রথম অহনার সাথে দেখা করতে চলে এলাম,,,,, আসলে গতকাল রাতে আসায় আর অহনার সাথে দেখা করা হয়নি তাই এখন চলে এলাম,,,,

আবিরের আম্মু- যাক ভালোই করেছো,,,,,,অহনা রুমেই আছে যাও দেখা করে এসো,,,,,

ঊর্মি - জ্বি আন্টি,,,,

(বলেই ঊর্মি অহনার রুমের দরজায় দাড়াতেই দেখতে পারে যে অহনা কিছু কাজ করছে লেপটপে,,,,, ঊর্মি আর কিছু না বলেই দরজায় নক করতেই অহনা দরজার দিকে তাকালেই দেখতে পায় যে ঊর্মি দাড়িয়ে আছে,,,, আর অহনা ঊর্মিকে দেখেই কাজ রেখে উঠে এসেই ঊর্মিকে জরিয়ে ধরে আর ঊর্মি বলে)

ঊর্মি - আরে ভাই ছাড় এতো জোরে কেউ হাগ করে? মরেই যাবো আমি,,,,

(ঊর্মির কথায় অহনা ঊর্মিকে ছেড়ে দিয়ে বলে)

অহনা - তুই দেশে কবে আসলি? আর লাস্ট এক উইক ধরে তোর কোন খোজ খবর নাই কেন? না ফোন কল আর না সিংগেল মেসেজ,,,,,

ঊর্মি - বলতেছি আগে বসতে দে,,,,

(এরপর ঊর্মি আর অহনা এসে সোফায় বসলেই ঊর্মি বলে)

ডায়রি Where stories live. Discover now