একটি অজানা দীর্ঘশ্বাস

180 18 25
                                    


_এই কই, এদিক আয়!  তোর চোখে কাজল দিয়ে দেই।

চোখ হা কর!

_কি হা করবো? চোখ? আচ্ছা করলাম চোখ হা! এরপর কি? চোখ দিয়ে জিহ্বা বের করে দেখাবো?

_কথা বেশি বলিস তুই! তোর চুলও তো দেখি আঁচড়ানো নাই। আগে চুলটাই আঁচড়ায়ে দেই, বোতলটা ধর!...... কই নে, ধর?

_"দাও আঁচড়ায়ে দেও। কালকে তো চিড়ুনি দিয়ে সটাম সটাম করে টেনে মাথাটা ছিলে দিছিলা, আজকে হ্যাচকা টান দিয়ে কঙ্কালটা বের করে দাও আম্মু। কোয়ারেন্টাইনে এনাটমি পড়ি কিছুদিন।

_"এত্তো...কথা বলে এই মেয়ে! নারিকেল তেলের ঢাকনাটা খুল!.. ..খুলে এদিক দে।"

_"দাও। তেল দিয়ে মাথাটা একদম চুপচুপা করে দাও। পারলে ঐ বোতলের ভিতর থেকে দুই চাইরটা গাছের শিকড় বাকড় বের করে আমার মাথার মধ্যিখানে পুঁতে দাও।"

....তো এভাবে ২৫ মিনিট ধরে হাঁচড় পাঁচড় চলার পর...

_ধর তোর চাচতো ভাইয়ের ফোন, বিদেশ থেকে ফোন দিছে। কথা বল।

_কোন চাচা, কি কথা বলবো আমি?

_চাচা না, চাচাতো ভাই!!! বল, কেমন আছেন, জিজ্ঞেস কর!

_এইটুক? তারপরে কি বলবো!  নাম কি ওর?

_তোর চাচতো ভাই, তুই নাম জানিস না?

_না জানি না! কই থাকে, উগান্ডা না আফ্রিকা?

_ফোন ধরতো তুই। তারপর জিজ্ঞেস কর,  ভাইয়া কই থাকেন, বাসায় আসিয়েন, হেন তেন।

_আফ্রিকান হইলে কেমনে কথা বলবো, 'ওক্কা ওক্কা এহ এহ' বললে বুঝবে না?

_ধরবি তুই?

_আচ্ছা দাও, চোখ লাল করিয়ো না!

হ্যালো? .. জী?? ... জী ভাইয়া!!... মনে হয়.... জী... জী... জী ভাইয়া... জী .. জী অবশ্যই.. জী... জী আচ্ছা.. জী আপনিও থাকিয়েন... জী আচ্ছা, বাসায় আসিয়েন.. জী রাখি?..  জী বাই।

_কি বললো তোরে?

_কি বলছে.. কিছু বুঝি নাই।

_তো এতক্ষণ কিয়ের জী জী করলি?

_মনে নাই.... ভুলে গেছি।
...উফফফ..আস্তে!  যেভাবে তুমি চুল আঁচড়াচ্ছো... গাল,  কান,  কপাল সব আঁচড়ায় ফেলছো খালি চুল বাদে।

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 07, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

স্ক্রু টাইটWhere stories live. Discover now