সবারই নাকি সপ্ন থাকে? কত রকমের সপ্ন
আছে গুনেছে কি কেউ?
সেগুলো কি জৈবিক চাহিদা মেটাতেই তৈরী?
কিন্তু এমন সপ্ন কি হয় না, একটুকরো মেঘ
হতে ইচ্ছা করবে,শরতের কাশফুল হতে ইচ্ছা
করবে!!!
জোৎস্নার আলো হতে ইচ্ছা করবে!!
পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে যেতে
ইচ্ছা করবে!!
নাম না জানা সেই রুপকথার রাজ্যে যেতে
ইচ্ছা করবে, যেখানে নেই দুঃখ,নেই শোক ও
দারিদ্রের গ্লানি!!
থাকবে শুধু আপন সপ্নের বাস্তবায়ন!!
মেঘকে ভাবা যাবে খরগোশ, হাতি, কচ্ছপ ও
আরও বিচিত্র রূপে, খেয়ালি মন বিচরন করবে
সীমাহীন আকাশে!!!
ব্যর্থ কবি রচনা করবে তার কবিতা, পাখি
গাইবে তার গান, ময়ূর মেলবে পেখম!!!
ইচ্ছা ও সপ্ন কোন বাধা মানে না,নেই তার
কোনো সীমারেখা, তারা চলে আপন ছন্দে,
আপন গতিতে!!
কারণ
"ইচ্ছেরা বাধাহীন,সপ্নেরা সীমাহীন "
এটা আমার প্রথম লেখা, আশা করি সবার
ভালো লাগবে!!! জাযাকুমুল্লাহু খইরন!!!! ❤💓