পর্বঃ ৪

90 4 0
                                    

- ( দাতঁ চিপে) খুব হাসি পাচ্ছে না? সব শোধ তুলবো আমি
- ( সবাইকে শুনিয়ে) কি বলছো তুমি এসব? সবাই কি ভাববে?

শুভ হা করে তাকিয়ে আছে তিশার দিকে
- কি হয়েছে রে মা?
- আম্মু তোমার ছেলে আমাকে খাইয়ে দিতে চাচ্ছে কিন্তুু তোমাদের সামনে আমি কি করে,
- what!
- আরে গাধা এটা আর এমন কি কথা,দেনা বউমা কে খাইয়ে,আমরা কিছু মনে করবো না কি গো শুভর আব্বু বলো
- মনে করার কি আছে জানো মামুনি তোমার শাশুড়িকে তো আমি এখনও খাইয়ে দেই কি গো তাই না?
- আহ্ কি বলছো এসব নতুন বউ
- তো কি হয়েছে আম্মু আমি তো তাই না,how sweet আব্বু ( কোথায় বাপ আর কোথায় ব্যাটা কপাল টাই খারাপ আমার)
- না বাবা তেমন কিছু না ও তো
- তুমি কি বলতে চাচ্ছো আমি মিথ্যা বলেছি? আচ্চা ঠিক আছে,আমাকে খাইয়ে দিতে হবে না আপনি কলেজে যান
- কলেজে যাবে মানে এই ইডিয়েট মামুনি কে খাইয়ে দে না হলে তোর কলেজে টিচারগিরি করা বন্ধ আর এ বাড়িতে ভাত বন্ধ
- আম্মু (অসহায় দৃষ্টিতে)
- যত তারাতারি খাইয়ে দিবি তত তারাতারি তুই কলেজে যেতে পারবি আমরা আছি তো কি হয়েছে নে তারাতারি খাইয়ে দে।
- ( তিশার বাচ্চা তোকে আমি লেকের পানিতে চুবিয়ে মারবো বদমাইশ মেয়ে,আল্লাহ্ গো আমার জীবনটা পানি পানি করে দিলো এই মেয়ে,দরি ফেলো আমি উঠে যাই)
- কি গো খাইয়ে দিবে বলে চুপচাপ আছো কেনো?তোমার বেশি লজ্জা লাগলে বলো রুমে গিয়ে,
- একটা থাপ্পর মেরে দিবো
- ( আমায় বকা দেওয়া,দারাও শুভ বাবু তোমার খবর নিচ্ছি)এ্যা,এ্যা( ন্যাকা কান্না করে),
- এই ইডিয়েট্, তোর এত্ত সাহস তুই আমার সামনে আমার মামুনি কে মারতে চাস একটা চড় মেরে তোমার দাতঁ কপাটি ফেলে দিবো বাদর ছেলে
- (শুভর দিকে তাকিয়ে চোখ মেরে মিট মিট করে হেসে) এ্যা আব্বু আমি চলে যাবো উনি আমায় কাল থেকে বকা দিচ্ছে এখন মারতে চাইছে আমি আর থাকবো না এ্যা
- কি আমার বাড়িতে আমার অজান্তে এতো কিছু আর আমি জানি না এত্ত সাহস হয়ে গেছে তোর শুভর আম্মু ওর মানিব্যাগ টা বের করে নাও ওর হাত খরচ বন্ধ
- আব্বু! এটা কিন্তুু বেশি বেশি হচ্ছে একটা বাহিরের মেয়ের সামনে
- বাহিরের মেয়ে? কে বাহিরের মেয়ে? পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে নিবো তারাতারি সরি বলো তিশাকে
- পারবো না
- কি বললি তুই????
- s-s-so
- ঠাটিয়ে একটা দিবো তারাতারি sorry বলে মামুনিকে খাইয়ে দে
- ( আল্লাহ্ এ কোন চিপায় ফেললে আমায়) ওই তিশা i am sorry
- লাগবে না আমার আপনার sorry, আমি বাসায় চলে যাবো,
- ( যা না রাক্ষসী, তোকে কে আটকে রেখেছে,আমি বেচে যাই) কখন যাবে?
- ওই বদ পোলা তুই কি বলিছিস আমার মেয়েটাকে বকা দিয়েছিস রাগ ভাঙানো বাদ দিয়ে বাপের বাড়ি যেতে বলছিস
- বারে তোমরা যে কখন থেকে আমায় ঝেরে যাচ্ছো তার বেলা আমি তো শুধু যাস্ট।

বউ - Wife  | √Donde viven las historias. Descúbrelo ahora