raphaelfahim
[উপন্যাস-অসমাপ্ত]
রুমি বেশ অনেক্ষণ ধরে ছেলেটিকে লক্ষ্য করছে। তার আর্ট কলেজের এক্সিবিশন সেন্টারে এখন তেমন কেউ নেই। বলতে গেলে অনেকেই চলে গেছে। কয়েকজন যদিও বা এখনো উপস্থিত রয়েছে। বেশ কয়েকটি ছবি বিক্রি হয়নি। সেই বেচে যাওয়া ছবিগুলোর মধ্যে কয়েকটি তার আঁকা। রুমি এ নিয়ে কিছুটা হতাশ বললে ভুল হবে না।