নৈবেদ্য প্রণয়
সৌধের বুকের বা পাশের নেমপ্লেটে ডান হাত ছুঁয়ে দিলো৷ বিড়বিড় করে উচ্চারণ করলো, "ইয়াজদান আরেফিন"। তৎক্ষণাৎ সোজা হয়ে সৌধের দিকে তাকিয়ে বললো, - আপনার নাম তো অনেক বড় ডাক্তার সাহেব। এতো বড় নামে ডাকতে পারবো না। সৌধ তখনও নিঃশ্বাস আটকে স্থির হয়ে বসে আছে। মোহগ্রস্তের মতো বললো, - ইয়াজদান আরেফিন সৌধ।