amxalamin
তার কাছ থেকে পাওয়া এই প্রথম ভালোবাসার স্পর্শ, এই প্রথম আলিঙ্গন-সবই আমার জীবনকে নতুন করে লিখল। আমি জানি, এই প্রথম স্পর্শ, এই প্রথম ছোঁয়া, এই প্রথম চুম্বন-সবই আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আর আমি প্রতিদিন সেই মুহূর্তের স্মৃতিতে বেঁচে থাকব, এই অনুভূতিকে নিজের সঙ্গে নিয়ে, নিঃশব্দে, গভীরভাবে, অনন্তকালের মতো।