Nihan_Nirbash
নিলয়,যার কোনো উদ্দেশ্য নেই। যার নেশা শুধু নারী আর সমাজ বা দেশের সকলের উপর প্রভাব খাটানো।যে সরাসরি রাজনীতি করে না কিন্তু রাজনীতির কল-কাঠি তারই হাতে নড়ে।আর এই উদ্দেশ্যহীণ যাত্রায় নিলয় জানে না কোথায় গিয়ে থামবে কিংবা কোথায় এর শেষ! তবে সমাজের উচ্চ স্তরের নোংরা সংস্কৃতি এবং জীবনের ঘটনা প্রবাহ কীভাবে আগায় তাই বলতে চায় সে একান্ত নিজস্ব শব্দে।তাই বার বার আসে গালি,নোংরা ভাষা আবার এর পাশাপাশি মাধুর্যের শব্দাবলী। যাতে সম্পূর্ণ নিলয় এবং নিলয়ের পরিবেশ কতটা পাপাচারে পূর্ণ তা বুঝানো যায় অকপটে।
(প্রাপ্ত বয়স্কদের জন্য লেখা এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং সম্পূর্ণ বিনোদনের জন্য লেখা।কারো জীবনের সাথে বা চরিত্রের সাথে মিলে গেলে তার জন্য কর্তৃপক্ষ দায়ি নয়। )