JONOTA_123007
- Reads 6,197
- Votes 125
- Parts 6
হলের দিকে পা বাড়াব, হঠাৎ যেন সময়টা থমকে দাঁড়াল।ক্যাম্পাসের গেট দিয়ে প্রবেশ করল এক হলুদ শাড়ি। মাথায় গ্রীক দেবিদের মত গাদা ফুলের ক্রাউন, কোমরে গাদা ফুলের বিছা।কোমরে সমুদ্রের ঢেউ তুলে চলতে লাগল সামনের দিকে,আমি আর সেলিম অবাক হয়ে তাকিয়ে রইলাম।
  
  আমি মেয়েটির চলার পথের দিকে চেয়ে রইলাম।
  
  আরে, মেয়েটাতো আমার দিকেই এগিয়ে আসছে।
  
  আমি পেছনে ফিরে তাকালাম। আমার পেছনে কোন স্মার্ট, ড্যাশিং ছেলে দাঁড়িয়ে নেই তো?
  
  নাহ, কেউ নেই। তার মানে আমার দিকেই এগিয়ে আসছে।
  
  মেয়েটা আরেকটু কাছে এল। এইতো চেহারা স্পষ্ট হতে শুরু করেছে।
  
  কেমন আছ? কানের পাশে একটা রিনরিনে কন্ঠ শুনতে পেলাম।
  
  ঠিক এমনই এক কন্ঠ শুনেছিলাম আজ থেকে ছয় বছর আগে।সেই ছিল আমার সর্বনাশের শুরু।