taifnaj
কিছু দিন হল আত্নাদের সাথে যোগাযগের চেষ্টা করছিলাম। সব দামি দামি আত্নাদের স্মরন করছি, আর তাদের সাড়া পাওয়ার চেষ্টা করতেছি।
হঠাৎ শেখ সাবের কথা মনে পড়ল। তার কাছে আমার জানার অনেক কিছু আছে। তিনি দেশকে ভালবাসতেন, আমিও বাসি। তিনি মানুষকে ভালবাসতেন, আমিও বাসি। তাঁর জেলখানায় অনেক সময় কেটেছে, আমারও জেলখানার মত একটা জায়গায় সময় কাটছে। তাই অনেক ভেবে চিন্তে তাঁর আত্নাকে ডাকা শুরু করলাম। হঠাৎ সাড়াও পেয়ে গেলাম। একটু একটু করে শুরু। প্রথম দিকে সংযোগ খুব ভাল ছিলনা। এখন বেশ ভাল। আগে আমাকে সময় দিতে চাইতেন না। এখন নাকি আমার সাথে আলাপ না হলে উনার ঘুমই হয় না। উনি এখন আমার সবচেয়ে ভাল বন্ধু। তাঁর সাথে আলাপ হয় ,আলোচনা হয়,,হাসি ঠাট্টা হয়, ঝগড়া হয়। মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে রাগিয়ে দি। তখন ঝিম দরে বসে থাকে, কিছুই বলে না। আমি তখন উনার নামে স্লোগান দেয়া শুরু করি।