ছায়া
আমি জেগে উঠলাম, একটা ছোট ঘর, কোনো জানালা নেই ঘরে। উপরে বাজ পড়ার মতো শব্দ হচ্ছিল আবার অনেকটা ঝন্ ঝন্ শব্দের মতো তীক্ষ্ণ। হঠাৎ দরজাটা খুলে গেল এবং সবকিছু গাঢ় অন্ধকারে ঢেকে গেল। ওই জিনিসটা যেটা আমি দেখেছিলাম, হয়তো এসেছে। একটা জিনিসই আমি শুধু দেখতে পেয়েছিলাম, ওটার চোখ। রক্তবর্ণ দুটো চোখ জ্বলছিল। আমি যেন সেগুলোর মধ্য দিয়ে...
Completed