জন্মজন্মান্তর
"এই নে তোর আকাঙ্ক্ষার রাজদন্ড। কিন্তু চিরদিনের জন্য না,কিয়ান আজকের ঘটনার প্রতিশোধ আমি নিবোই। ফিরে আসবো আবার তার সাথে , ফিরিয়ে নিবো যা আমার প্রাপ্য। কড়ায় গণ্ডায় হিসেব সেদিন তোকে দিতে হবে।" এই বলেই সে বিড়বিড় করে মন্ত্র পড়লো, আর সাথে সাথে সেখানে আবির্ভাব ঘটে সোনালী আগুনের পর্দার। সেই পর্দায় বিলিন হয়ে গেলো তার আর সে প্রাণ...