aryanDsirius
আমি তোমার জন্য নিখোঁজ হতে পারি।
যে বিজ্ঞাপন এনে দেবে না
কোন ঠিকানা।
যে ঘুড়ি মুক্তবাক লিখে তোমার আঙিনায় কড়া নাড়বে।
- আমি কেন লিখে ফেলব ো তোমার পথের প্রাচীর।
ওপাশের সীমানায় হাত বাড়ালে তোমার ইটের দেয়ালে জোছনা হবো।
আর কত টা স্পর্শে আমার বিলীয়মান মানচিত্র কে নিয়ন আলোয়
চোখ রাঙাবে। নালিশ জানাবে নিউরনের আকুলতায়।
- যত বার আমার বারান্দায়
তোমার উড়ন্ত চুমু চোখ ধোঁয়াবে।
যে জলে লেখা হবে তোমার জন্য ভালবাসার পূর্ণ প্রহর।
মানবী তুমি, কোন অস্পর্শ্য মুঠোয় আমায় ধরেছিলে সেটা জানলে
আমার বুক জুড়ে লেখা থাকতো, তোমার জন্য প্রলয় হয়।
আমার স্পন্দনে, তুমি হও স্পন্দিতা।
- দেবে তো সেই মূর্ছনার অনুরণন?
দেয়া আছে।
সব দ্বিপ্রহর রাত্রিকথার অধিকারে।
ভালবাসায় আর
অনুভূতির অগোচরে।