"প্রেমে পড় বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়
মনে করা বারণ।।"
খুবই হ াসিখুশি খামখেয়ালি একটা মেয়ে আলতা যার কারো কাছেই বেশিদিন মন টিকে না। সে হঠাৎ এক অফিসারের প্রেমে পড়ে। কিন্তু আলতার প্রেমে পড়া অফিসার আহসান টগরের বারণ কেন? শেষ পর্যন্ত কীভাবে হ্যাপি এন্ডিং হয় সেটাই দেখার পালা...!
আমার বেশির ভাগ গল্প ছোট ছোট । তবে মাঝে মাঝে কিছু বড় বড় গল্প লিখেছি । সেই গল্প গুলোই এই বইতে এক পর্বে কিংবা কয়েক পর্বে পোস্ট করবো ! সব গুলো বড় গল্প আস্তে আস্তে এখানে এসে জমা হবে ।
পড়ার আমন্ত্রন রইলো ।