samehpurno
মানুষের জীবনের চলার পথে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয় সেগুলো হয় ভয়াবহ, ইমোশনাল অথবা সুখের। কিন্তু আমরা খেয়াল করি না যে এই অভিজ্ঞতাই আমরা আমাদের ভবিষ্যতের জীবনযাপনের ক্ষেত্রে একটি শিক্ষানীয় হতে পারে। তাই আজ আমি আমার জীবন ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য / শিক্ষানীয় ঘটনাবলী পেশ করবো।