LanlanFenghuang
কিছু মানুষের শৈশবটা কেমন যেন অ্যাক্রেলিক রঙে আঁকা একটা ভাঙা ক্যানভাস। তারা তাদের চোখ দিয়ে,হৃদয় দিয়ে নিজেদের জীবনের নানা ধাপ দেখতে থাকে। সেসব ধাপের মধ্যে শৈশবের বুলিং, পারিবারিক অস্থিরতা, প্রিয় বন্ধুর হারিয়ে যাওয়া, নতুন স্কুলে নিজেকে মানিয়ে নেওয়া, বন্ধুত্বের রঙ বদলানো, আত্মপরিচয় খোঁজার জার্নি এগুলো প্রত্যেকটি অন্যতম। জীবনে অনেক কিছু বদলায়, কিছু থেকে যায়। এবং থেকে যাওয়া জায়গাটুকুই তাকে শেখায় কিভাবে ভাঙনের মধ্যেও নিজেকে কষ্ট করে গড়ে উঠতে হয়।
____________________________________
It's so cheap that I didn't read it twice. But I had to let out but again if I don't upload it here I think I will lose it someday soon.