RifatRashid
যদি আপনি আপনার অতীতের এমন এক সংস্করণে ফিরতে পারতেন, যেখানে সবকিছু একেবারে ভিন্নভাবে ঘটেছিল?
মনিরের জীবন বদলে যায় যখন সে মনস্তাত্ত্বিক ও রহস্যময় চরিত্র মিসির আলির কাছে হাজির হয় এক অদ্ভুত গল্প নিয়ে। ছোটবেলায় এক ভুল চিকিৎসায় তার বাবার মৃত্যু হয়েছিল। কিন্তু এখন, সে দাবি করছে সে আবার সেই দিনে ফিরে গিয়েছিল-এবং এইবার, সে সবকিছু বদলে ফেলেছিল।
সে নিয়ে এসেছে সেই দিনের ডাক্তারি রেফারেল লেটার। এবং এখানেই শেষ নয়।
শীঘ্রই মনির আরেকটি বিকল্প বাস্তবতায় প্রবেশ করে-একটি পৃথিবী যেখানে তার বাবা বেঁচে, সে একটি ভালো চাকরিতে, এবং সে বিয়ে করেছে তার স্বপ্নের মেয়েকে। মিসির আলির পরামর্শে, সে সেই জগত থেকে প্রমাণ নিয়ে আসে-একটি বিয়ের ছবি।
মনির কি কেবল কল্পনা করছে? নাকি সত্যিই সে একের পর এক সমান্তরাল জগতে প্রবেশ করছে? এমনকি যুক্তিবাদী মিসির আলিও এবার দ্বিধায় পড়ে