shidratulmuntaha97
ও জানে, আমি এখনও ভালোবাসি।
হয়তো মুখে কিছু বলিনি, কিন্তু সে আমার চোখের দিকে তাকালেই বুঝে ফেলে সব।
আমরা একসময় একসাথে ছিলাম - দুজন দুজনকে নিয়ে, একটানা স্বপ্ন বুনতাম।
কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল।
একটা ভুল বোঝাবুঝি, কিছু না বলা কথা, কিছু অহং...
আর তার মধ্যেই হারিয়ে গেলাম আমরা।
তারপর আর কখনও বলিনি কিছু।
সামনে এসেও, পাশে থেকেও আমি কেবল নীরব ছিলাম।
সে তাকায়, ভাবে কিছু বলব - আমি তাকিয়ে থাকি, কিন্তু বলি না।
ভয় হয়... আবার হারানোর, আবার ভেঙে পড়ার।
সে জানে, আমার চোখ এখনও শুধু তাকে খোঁজে।
সে জানে, আমি এখনও তার পুরনো গানগুলো শুনি, তার দেওয়া পুরনো ছবিটা লুকিয়ে রাখি।
সে জানে, আমি চলে যাই সেই পুরনো রাস্তা দিয়ে, যেখান দিয়ে একসময় আমরা হাঁটতাম।
কিন্তু সে কিছুই বলে না। আমিও না।
আমাদের মধ্যে অনেক কথা নেই।
তবুও অনেক কিছু বলা হয়ে যায় - নিঃশ্বাসে, চাহনিতে, নীরবতায়।
হয়তো এটা ভালোবাসারই আরেকট