aliveZero
আমি হারিয়ে যাচ্ছি, আর কোনোদিন তোমাকে বিরক্ত করতে আসব না।
আমার এই জঞ্জালভরা জীবন থেকে তোমাকে মুক্ত করে দিলাম। তুমি এখন থেকে মুক্ত আকাশে উড়ে বেড়াও, স্বপ্ন দেখো, হাসো। আমার অভিমান আর অশ্রু তোমার পথ আটকাবে না কখনও। শুধু মনে রেখো-একজন মানুষ একদিন তোমাকে এতটাই ভালোবেসেছিল, যে নিজেকে মুছে দিয়ে তোমার জন্য আকাশ খুলে দিল।