শুভ, রুদ্র এবং মতিন এরা তিনজন খুব ভালো বন্ধু।এরা তিনজন কেউ কারোরই পূর্ব পরিচিত নয়।তারা একটি ব্যাচেলর বাসায় থাকে।আর এখান থেকেই তাদের মধ্যে পরিচয় হয়।তাদের মধ্যে মাঝে মাঝে অনেক ঝকড়াঝাটি হয়।আবার তা অল্পতেই ঠিক হয়ে যায়।শুভ এবং রুদ্রের বয়স প্রায় একই।তবে মতিনের বয়স একটু বেশি ।বয়স এর দিক থেকে মতিন তাদের থেকে প্রায় দশ বারো বছরের বড় হবে।তিনি একটু ভীতু এবং বোকা স্বভাবের।বয়স যার যাই হোক তাদের মধ্যে বন্ধুত স্বভাব।তারা তিনজনই অবিবাহিত।আর বিয়েই বা করবে কি করে ।তারা তিনজনই যে বেকার।চাকরির পিছনে অনেক ছুটলেও চাকরি নামক জিনিসটা তাদের কপালে আর জোটেনি।তিনজন মিলে একবার একটি ব্যবসাও করেছিল।কিন্তু সেই ব্যাবসার লাভ তো দূরে থাক ।বরং ব্যাবসার কারণে তাদের ছয় মাসের জেল হয়।আর আজকে সাজা মওকুফ হয়ে গেছে।তারা তিনজন জেলে শুয়ে ঘুমাচ্ছিল।পুলিশ তাদেরকে ডাকতে থাকলো।তিনজনই উঠে দAll Rights Reserved