দেখো আমি এসেছি।কিন্তু আমার যে আজও একটু দেড়ি হয়ে গেলো।তুমি রাগ করোনি তো ? তুমি তো ভালো করেই জানো আমি ঠিক সময়ে আসতে পারি না।আর এ জন্য তুমি আমাকে কত বকতে।শুধু কি বকতে বলো..!আমার চুল ধরেও টান দিতে।কানে না ধরলে তো আমাকে ক্ষমাই করতে চাইতে না।তোমার মনে আছে ? আমি জানি তোমার মনে আছে।কারণ তুমি তো শুধু আমাকে নিয়েই ভাবতে।যে তুমি এক দিনের জন্যেও আমাকে চোখের আড়াল করতে চাইতে না।দেখো সেই আমি আজ চার বছর পর তোমার কাছে এসেছি।জানি না আমার এই চার বছরের কতো শাস্তি তুমি জমিয়ে রেখেছো।please আমাকে ক্ষমা করে দেও।সাদা গোলাপ তোমার অনেক পছন্দের ছিল।এখনও কি আছে ?সাদা গোলাপ দিয়ে তোমার রাগ ভাঙ্গতাম।মনে আছে সেই সাদা গোলাপ হাতে নিয়ে তুমি আমার দিকে রাগের ভঙ্গিমায় তাকাতে।তারপর একটা মুচকি হেঁসে দিতে।তোমার সব ভালো লাগা, মন্দ লাগা তো আমাকেই জানতে হবে।তাই না বলো ! দেখো আজকেও আমি তোমার জন্য সাদা গোলAll Rights Reserved