তোমাকে ভালোবাসি বলে, পারিনা আকাশে উড়তে, ডানাহীন ভাবে...। তোমাকে ভালোবাসি বলে, পারিনা সাগরে ডুব দিতে, সাঁতারহীন ভাবে....। তোমাকে ভালোবাসি বলে, পারিনা আগুনে ঝাপ দিতে, লৌহহীন ভাবে...। তোমাকে ভালবাসি বলে, পারিনা হৃদয় দিতে, হৃদয়হীন ভাবে....। তোমাকে ভালোবাসি বলে পারিনা মন দিতে, ঘুমন্তহীন ভাবে...। তোমাকে ভালোবাসি বলে, পারিনা জীবন দিতে, বেঁচেই বা যদি না থাকি বলো, ভালোবাসবো কাকে....?All Rights Reserved
1 part