মনের খেয়ালে তৈরি কিছু রঙবেরঙের স্বপ্ন, শব্দের রূপ নিয়েছে চূড়ান্ত অযত্নে। তারই দু-চারটে নিয়ে সাজানো একার উৎসব।
কিছু একটা লেখার ব্যর্থ প্রচেষ্টা ছাড়া কিছুই নয়!
Story এর স্পয়লার আগে থেকে বলে দিলে গল্প টা ঠিক জমে না।
তা-ই স্পয়লারটা নাহয় না-ই বললাম স্টোরি থেকে আস্তে আস্তে জেনে নিবেন।
এইটা আমার first story so ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন......
story এর cover আর description দেখেই story কেমন হবে সেটা যাচাই করলে,, অনেক সময় ভালো গল্প গুলোও বাদ পরে যায়,,, তা-ই নিশ্চয়ই একবার ২-১টা part দেখবেন দেখার পর ইচ্ছা হলে দেখবেন পুরো story
your wish