স্কুলজীবনের শেষ ছুটিখানি উপভোগ করতে চলেছি। উপভোগ? সত্যিই কী তাই? এমন একটা ছুটি কী করে উপভোগ করি, যখন জানি, এই ছুটিটা আর কোনোদিন শেষ হবে না?
এটা বোধ হয় আমার প্রথম বাংলা গল্প ওয়াটপ্যাডে। কিন্তু এটাকে আমি গল্প বলব না। এখানে যা লিখেছি, তা নিতান্তই কিছু অনুভূতি। একজন কিশোরীর কিছু ছড়ানো-ছিঁটানো, অবাধ্য, উচ্ছৃঙ্খল অনুভূতি, কিছু প্রাণের কল্লোল, যাকে আমি এই একটা ওয়াটপ্যাড স্টোরিতে বন্দি করতে চেয়েছি।
আমি এটা কক্ষনও বলব না, "Please আমার গল্পটা পড়ুন, Vote করুন, ভাল লাগলে আমাকে জানান।"
আমি যেটা চাই চাই সেটা হলো, এই কিশোরীর ছোট্ট অনুভূতির খাঁচায় কেউ নিজের কৈশোরে ফিরে যাক, নিজের কৈশোরের স্কুলজীবনের স্মৃতিচারণায় ডুবে যাক। এই তো ঢের! তাই না?
(This story got the highest ranking #1 in the Catagory of Teen-fiction, right now it's #4, Language : Bangla, Published on wattpad.)