আমার শ্রীমাঞ্চল।
দু'চোখের সীমানায় গোমড়া মেঘনীল
ধুপধাপ কয়েক ফোঁটা দৌড়ায়,,,,,,,!
অঝোরে আসিতেছে ঘনকাল বৃষ্টিজল,
জমা অভিমান ঝরা নববৃষ্টিতে
শুকনো কাঠ আর ধুলো বালির
পীচ ঢালা তপ্ত চৈত্র দুপুরবেলায়
ভিজে আমার মরা অঞ্চল।
বৃষ্টিস্নাত সবুজে ঝলমল সূর্যোদয়
স্বচ্ছ কাঁচের নীল আকাশে
ওড়ে বৃষ্টি ভেজা শঙ্খচিল।
যেন ফুরফুরে হাওয়ায় মুছে যায়
হতাশার জমাট অভিমান
আর কিছু গ্লানি,
স্বাধীন প্রকৃতির স্বাধিনতায়
যার আছে বোধোদয়
দেখবে তারা দু'চোখের সীমানায়
রঙ তুলির ক্যানভাসে আঁকা
সৃষ্টির জীবন্ত আবেগ আর প্রশান্তিময়
স্বচ্ছ-স্বপ্নিল হাওয়ায় ভেজা
সবুজে আমার শ্রীমাঞ্চল।
দু'চোখের সীমানায় বৃষ্টিস্নাত সবুজে
তৃপ্ত প্রকৃতিরুপ দেখে যাও বিশ্ববাসী,
দু'চোখের সীমানায় যত সাজের
অপরূপ চিত্র অনুভূতি বাড়ায়
আমার এই কাব্যময় শ্রীমাঞ্চল।
মহসীন_মোস্তাফিজ।
১০/০৩/২০১৭ইং।All Rights Reserved