ছোট একটি পাহাড়ের চূড়ায় বসে আছে একটি ছেলে, আর তার ঘন কালো চোখজোড়া দিয়ে দেখছে এতদিনের অজানা-অচেনা অপূর্ব এই পৃথিবীকে। খাঁচায় বন্দী পাখি হঠাৎ মুক্তি পেলে যেমন পৃথিবীকে দেখতে উড়াল দেয়, তারও ঠিক তেমনি অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে পুরো পৃথিবীটাকে চষে বেড়াতে। কিন্তু সে পারছে না। কারণ পুরোপুরি মুক্ত হতে পারেনি সে। এসব কথা ভাবতেই মনের অজান্তে দীর্ঘশ্বাস ফেললো সে।
𝙼𝚘𝚜𝚝 𝚒𝚖𝚙𝚛𝚎𝚜𝚜𝚒𝚟𝚎 𝚛𝚊𝚗𝚔𝚒𝚗𝚐𝚜:
#1 - 𝚜𝚌𝚒𝚏𝚒
#1 - 𝚜𝚌𝚒𝚎𝚗𝚌𝚎𝚏𝚒𝚌𝚝𝚒𝚘𝚗
#1 - 𝚜𝚌𝚒𝚎𝚗𝚌𝚎
#3 - 𝚏𝚒𝚌𝚝𝚒𝚘𝚗
#3 - 𝚋𝚊𝚗𝚐𝚕𝚊𝚍𝚎𝚜𝚑